নিউইয়র্কে ভয়াবহ দুর্ঘটনা, হাডসন নদীতে কপ্টার ভেঙ্গে মৃত ৬!

আমেরিকার আকাশ পথে নিউইয়র্ক সিটি (New York City) ঘুরতে গিয়ে দুর্ঘটনা। হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। ছিলেন চালক-সহ ৬ জন। সূত্রের খবর ৩ শিশু-সহ সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সিমেনস কর্তা-সহ গোটা পরিবার। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

জানা গেছে স্পেন থেকে নিউইয়র্কে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন গ্লোবাল টেক কোম্পানি সিমেনস-এর স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার।ম্যানহ্যাটন থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল সোয়া ৩টে নাগাদ ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে কপ্টারটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামা হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করে জানিয়েছেন, ,’হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ৬ জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফুটেজটি ভয়াবহ।’ কীভাবে এমন কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।