Saturday, August 23, 2025

বিল বকেয়া থাকলেও দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল, বড় সিদ্ধান্ত রাজ্যের 

Date:

বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কারণে রোগীর পরিবার-পরিজনদের সমস্যায় পড়ার কথা নতুন নয়,এমনকি রোগীর মৃত্যু হয়ে গেলেও বিল বকেয়া থাকার কারণে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। এবার থেকে এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার (Govt of WB)। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (State Health Regulatory Commission) কড়া বার্তা দিয়ে জানিয়েছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিলের টাকা সম্পূর্ণ দেওয়া না হলেও মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া বাধ্যতামূলক। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়ম চালু হতে চলেছে।

রোগী মৃত্যুর পরও বিলের সম্পূর্ণ টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। এবার কড়া পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের সচিব জানিয়েছেন, একাধিক বেসরকারি হাসপাতালে অসহায় রোগীর পরিবার তাঁদের কাছে এই সংক্রান্ত অভিযোগ করেন। এবার থেকে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকমের অজুহাত সহ্য করা হবে না। তিনি আরও বলেন কোনও মুমূর্ষ রোগী বেসরকারি নার্সিংহোমে এলে প্রথমেই দেখা যায় অযথা অসংখ্য টেস্ট করানো হচ্ছে। এর ফলে বিলের বোঝা বাড়তে থাকে। স্বাস্থ্য কমিশনের বার্তার পর বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রশ্ন, যদি এই ধরনের নির্দেশিকা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে তো রোগীর পরিজনরা পরবর্তীতে আর টাকা দিতে চাইবেন না। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় (Asim Kumar Banerjee) জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ বকেয়া টাকা আদায়ের জন্য নতুন আইন তৈরি হচ্ছে। তাই বলে মানবিকতার দায় এড়ানো যায় না।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version