Sunday, November 9, 2025

বিল বকেয়া থাকলেও দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল, বড় সিদ্ধান্ত রাজ্যের 

Date:

বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কারণে রোগীর পরিবার-পরিজনদের সমস্যায় পড়ার কথা নতুন নয়,এমনকি রোগীর মৃত্যু হয়ে গেলেও বিল বকেয়া থাকার কারণে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। এবার থেকে এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার (Govt of WB)। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (State Health Regulatory Commission) কড়া বার্তা দিয়ে জানিয়েছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিলের টাকা সম্পূর্ণ দেওয়া না হলেও মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া বাধ্যতামূলক। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়ম চালু হতে চলেছে।

রোগী মৃত্যুর পরও বিলের সম্পূর্ণ টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। এবার কড়া পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের সচিব জানিয়েছেন, একাধিক বেসরকারি হাসপাতালে অসহায় রোগীর পরিবার তাঁদের কাছে এই সংক্রান্ত অভিযোগ করেন। এবার থেকে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকমের অজুহাত সহ্য করা হবে না। তিনি আরও বলেন কোনও মুমূর্ষ রোগী বেসরকারি নার্সিংহোমে এলে প্রথমেই দেখা যায় অযথা অসংখ্য টেস্ট করানো হচ্ছে। এর ফলে বিলের বোঝা বাড়তে থাকে। স্বাস্থ্য কমিশনের বার্তার পর বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রশ্ন, যদি এই ধরনের নির্দেশিকা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে তো রোগীর পরিজনরা পরবর্তীতে আর টাকা দিতে চাইবেন না। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় (Asim Kumar Banerjee) জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ বকেয়া টাকা আদায়ের জন্য নতুন আইন তৈরি হচ্ছে। তাই বলে মানবিকতার দায় এড়ানো যায় না।

 

Related articles

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...
Exit mobile version