Wednesday, November 5, 2025

যুবভারতীতে উচ্ছ্বাস। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান(MBSG)। দ্বিমুকুট মাথায় উঠতেই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের( MAMATA BANERJEE)। এক্স হ্যান্ডেলে নিজের শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এদিন দুরন্ত জয় মোহনবাগানের(MBSG)। কামিন্স এবং জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) গোলেই অবশেষে স্বপ্নপূরণ সবুজ-মেরুণ ব্রিগেডের। সেইসঙ্গেই যুবভারতীতে সুরু উচ্ছ্বাস। সবুজ-মেরুণ আবির, মশালে এদিন ঢেকে গেল যুবভারতী স্টেডিয়াম। এবার সামনে সুপার কাপ(super cup)। ক্রিমুকুট হয় কিনা সেটাই দেখার।

এদিন মোহনবাগানের জয়ের পরই সোশ্যাল মিডিয়াতে তাদেরকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলার দল মোহনবাগানের জন্য আজ আমরা গর্বিত। ইন্ডিয়ান সুপার লিগে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। এই জয় অসাধারণ। আমরা সকলেই গর্বিত”।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু দিকেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। পেনাল্টি আদায় করে দেন জেমি ম্যাকলরেন। জেসন কামিংস(Jason Cummings) গোল করতে কোনও ভুল করেননি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ছিল মোহনবাগান। সেই জেমি ম্যাকলরেন। আর তাতেই সাফল্য। তাঁর দুরন্ত গোলেই জয় নিশ্চিত হয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেডের।

এরপর থেকে শুধুই ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় সমস্ত মোহনবাগান সমর্থকরা। গ্যালারী থেকে ততক্ষণে আওয়াজ উঠে গিয়েছে জয় মোহনবাগান স্লোগানের। ম্যাচ শেষ হতেই শুরু উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন দল হিসাবে এদিনই মোহনবাগান পেল ৬ কোটি টাকা পুরস্কার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version