Friday, November 14, 2025

অস্কারের সঙ্গে ঝামেলা ক্লেটনের, ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা

Date:

সুপার কাপের প্রস্তুতির মাঝেই ইস্টবেঙ্গল(Eastbengal) কোচের সঙ্গে মনমালিন্য ক্লেটন সিলভার(Cleiton Silva)। অন্তত রবিবারের প্রস্তুতিতে তো সেই ছবিই ফুটে উঠছে। চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচের শুরুর দিকেই কোচের সঙ্গে তুমুল ঝামেলা ইস্টবেঙ্গলের ব্রাজিলিয় তারকা ফুটবলার ক্লেটন সিলভার। মাত্র ৩০ সেকেন্ডের জন্য ম্যাচে নামলেন তিনি। কোচের সঙ্গে ঝামেলার পরই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্ষুব্ধ ক্লেটন সিলভা। আর তাতেই সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরের অন্দরমহল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আইএসএলে চূড়ান্ত ব্যর্থ লাল-হলুদ বাহিনী। সুপার কাপ দিয়েই ঘুরে দাঁড়াতে চান অস্তার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই প্রস্তুতিও চলছে। কিন্তু তারই মাঝে কোচের সঙ্গে ঝামেলা ক্লেটন সিলভার(Cleiton Silva)। ম্যাচের শুরুর দিকেই কিছু নির্দেশ দিচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। আর সেটাই নাকি শুনতে চাননি ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয় তারকা ফুটবলার। শোনাযাচ্ছে কোচের কথা না শুনে নিজের মতোই খেলতে চেয়েছিলেন ক্লেটন সিলভা। এরপরই দুজনের মধ্যে মাঠেই ঝামেলা শুরু হয়ে যায়। মাথা গরম করে সেই মুহূর্তেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্লেটন সিলভা।

সুপার কাপের(Super Cup) আগে দলের অন্দরে এমন ঝামলে যে ইস্টবেঙ্গলের(Eastbengal) চাপ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ক্লেটনের এমন ব্যবহার কোচ অস্কারও(Oscar Bruzon) কিন্তু খুব একটা ভাল চোখে দেখছেননা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। যদিও ক্লেটন ছাড়া বাকিরা সকলেই এদিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। ১-০ গোলে প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

কিন্তু এতকিছুর মধ্যেও একটা অস্বস্তি যেন রয়েই গেল লাল-হলুদের অন্দরমহলে। আর সেই অস্বস্তির নাম এখন ক্লেটন সিলভা। যদিও এই মরসুমের পরই হয়ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়়ান্ত করে ফেলতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version