Wednesday, November 5, 2025

বহিরাগতদের থেকে মন্দির রক্ষার দায়িত্বে মুসলিমরাই, শান্তি ফেরাতে বাড়ল গ্রেফতারি

Date:

রবিবার অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করল ধুলিয়ান (Dhulian) শহরসহ সুতি (Suti), সামশেরগঞ্জ (Samsherganj)। সোমবারের মধ্যে দোকানপাট খোলারও বার্তা দেন সাংসদ খলিলুর রহমান। আর সেই শান্তির পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে স্থানীয় সম্প্রীতির (communal harmony) পরিবেশের জন্য, যা ধুলিয়ানের ঐতিহ্য। শুক্রবারের হিংসার ঘটনার সময় ও হিংসার পরে শনিবারও হিন্দু সম্প্রদায়ের মানুষকে রক্ষার দায়িত্ব নেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর তার জোরেই শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে পেরেছেন সাংসদ।

শুক্রবারের ঘটনা বর্ণনা করতে গিয়ে ধুলিয়ানের হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্ণনা করেন, কীভাবে বহিরাগতরা হামলা চালায়। মূলত ১০ থেকে ১৫ বছরের কিশোররা এই হামলাকারী ছিল। এরা কেউ স্থানীয় ছিল না (outsiders)। কালো পোশাকে ঢাকা, হাতে অস্ত্র (arms) নিয়ে এলাকায় ঢোকে। স্থানীয় মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তবে পঞ্চায়েত প্রধান ইসমাইল, থেকে অন্যান্য স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ রুখে দেন বহিরাগতদের। শুক্রবার থেকে রবিবার পর্যন্তও সেই যুবকরাই হিন্দু মন্দির রক্ষায় অগ্রণী ভূমিকা নেয়।

তাঁদের ভরসাতেই ধুলিয়ান এলাকার একাধিক গ্রামে নিশ্চিন্তে কাটিয়েছেন গ্রামবাসী হিন্দুরা। বিজেপির তৈরি করা ধর্মীয় বিভেদের রাজনীতির যে কোনও প্রভাব সুতির (Suti) এই সব এলাকায় নেই, তা স্পষ্টভাবে জানান হিন্দু মহিলারাই। তার কারণ এইসব এলাকায় কখনই হিন্দু-মুসলিম সম্প্রীতিতে কোনওদিন কোনও ভাটা পড়েনি। সাংসদ খলিলুর নিজেও বাল্যবন্ধু হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শনিবার থেকে এলাকায় ঘুরেছেন। যাতে কোনওভাবে শান্তি বিঘ্নিত না হয়, তার জন্য খোঁজ নিয়েছেন সব সম্প্রদায়ের মানুষের সুস্থতার।

রবিবার ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP), ডিজিপি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা (Siddhinath Gupta, DGP, SCRB)। অন্যদিকে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে তল্লাশি জারি রাখা হয়। রবিবার পর্যন্ত গ্রেফতার হয় আরও ১৭ জন। ডিজিপি জানান পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version