Monday, November 3, 2025

দ্বিমুকুট জয়ের পর মোহনবাগান সচিবকে চিঠি লিখে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আইএসএলে(ISL) দ্বিমুকুট। মোহনবাগান(Mohunbagan) সচিবকে চিঠি লিখে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। গত শনিবার বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চ্যাম্পিয়ন হওয়ার পরই টুইট করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মোহনবাগান দলকে। গত ১৩ এপ্রিল মুখ্যমন্ত্রীকে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার কথা চিঠি লিখে জানিয়েছিলেন মোহনবাগান সচিব। নবর্ষের আগের দিনই ফের একবার শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)।

দ্বিমুকুট জিতে মোহনবাগানে(Mohunbagan) এখন উৎসবের আমেজ। ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ সহ ম্যানেজমেন্ট সকলকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গত ১৩ এপ্রিল মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে চিঠি লেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আইএসএল লিগ শিল্ড জয়ের পর আইএসএল ট্রফি জেতাটা, বিশেষ করে জাতীয় স্তরে বিরাট একটা প্রাপ্তি। এমন একটা বিরাট সাফল্যের জন্য গোটা দল, ম্যানেজমেন্টকে অনেক শুভেচ্ছা”।

তিনি আরও লিখেছেন, “এটা আমাদের সকলের জন্যই একটা গর্বের মুহূর্ত। বাংলা থেকে একটা ক্লাব আরও একবার ভারতীয় ফুটবলের জাতীয় স্তরে এমন সাফল্য পেয়েছে। আমাদের সরকার সবসময়ই খেলাধূলাকে প্রমোট করে। সেইসঙ্গে পরিকাঠামো উন্নত করার পাশাপাশি বিভিন্ন বিভাগেই প্রতিভা উঠ আসতে সাহায্য করে। এই সাফল্যটাই আমাদের প্রতিশ্রুতির একটা প্রতীক। ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এমন একটা উজ্জ্বল মুহূর্তে বাংলার সমস্ত ফুটবল ভক্তদের পাশাপাশি নতুন বছরেও এই শতাব্দী প্রাচীন ক্লাবের সাফল্যের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল”।

মঙ্গলবার বাংলার বর্ষবরণ। সেই ঘিরে এখন মোহনবাগানে(Mohunbagan) সাজো সাজো রব। এরইমাঝে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা যে সেই উৎসবের মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...