Tuesday, August 12, 2025

চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে ইন্টারকাশি! রায় ঘোষণার অপেক্ষা

Date:

ফেডারেশন কী তবে ইন্টারকাশিকেই(Interkashi) এবারের আইলিগ(I league) চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। আগামী ১৬ এপ্রিল আপিল কমিটির সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা। শোনাযাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পথে নাকি তারাই এগিয়ে রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল আপিল কমিটি। তবে শোনাযাচ্ছে আইএফএফের আপিল কমিটিও নাকি এই ইন্টারকাশিকেই এবার আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। এমনটা হলেই যে ফুটবল মহলে ফের একটা বিতর্কের ঝড় উঠতে চলেছে তা বলাই যায়।

ইতিমধ্যেই ফেডারেশন(AIFF) এবং সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আইলিগের একাধিক ক্লাব পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। চার্চিল(Churchill Brothers) থেকে রিয়্যাল কাশ্মীর(Real Kashmir) সকলেরই একটাই অভিযোগ ছিল যে ফেডারেশন নাকি এবার ইন্টার কাশিকে জোর করে চ্যাম্পিয়ন করতে চাইছে। যদিও ফেডারেশনের তরফে কেউই মুখ খুলতে চাইছেন না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তবে সূত্রের মারফৎ জানাযাচ্ছে যে শৃঙ্খলা রক্ষা কমিটিও নাকি ইন্টারকাশির পক্ষেই রায় দিতে চলেছে। অর্থাৎ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মরসুমে আইএসএল খেলতে যাবে ইন্টার কাশি। এই নিয়েই এখন জোর গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

এই ঘটনার সূত্রপাত ইন্টারকাশি(Interkashi) বনাম নামধরী(Namdhari) ম্যাচের থেকে। নামধারীর বিরুদ্ধে সেই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছিল ইন্টারকাশি। এরপরই তারা ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল। নামধারীর আবৈধ ফুটবলারকে খেলানো নিয়ে। এরপরই বিষয়টা যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। তারা ইন্টারকাশিকে তিন গোল ও তিন পয়েন্ট দিয়ে দেয়। সিদ্ধান্তের বিরোধিতা করে আপিল কমিটিতে যায় নামধারী। এরপরই তারা আবার স্থগিতাদেশ জারি করেছে।

কিন্তু এই তিন পয়েন্ট যদি বহাল থাকে তবে সরাসরি চ্যাম্পিয়ন হচ্ছে ইন্টারকাশি। আবার এই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতা করেছে চার্চিল ব্রাদার্সও। কারণ এই মুহূর্তে তারা চ্যাম্পিয়ন। এমনভাবে পয়েন্ট দেওয়া যায়না বলেই দাবী জানিয়েছে তারা। ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে তারা আইলিগ থেকে সরে যাওয়ারই হুমকি দিয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্সই(Churchill Brothers)। চ্যাম্পিয়ন হওয়ার দিকেও এগিয়ে তারা।

কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তারা। বারবার চার্চিল দাবী করছে যে ফেডারেশন নাকি ইচ্ছা করে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করতে চাইছে। ইতিমধ্যেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে চার্চিল। তাদের দাবী এখনও পর্যন্ত লিগ তালিকায় শীর্ষে থাকলেও, সুপার কাপে আইলিগের তৃতীয় দল হিসাবেই ধরা হচ্ছে তাদের। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version