Friday, August 22, 2025

আম্বেদকরের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ন্যায়-সাম্যের বার্তা রাজ্যপাল থেকে অভিষেকেরও

Date:

ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিবসে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।

তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে, একটি উন্নত সমাজ গড়তে কাজ করি। রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল। তিনি আম্বেদকরের গৌরবময় উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। এই দিনটি সমতা, ন্যায় ও সামাজিক সম্প্রীতি প্রচারের অঙ্গীকার নেওয়ার উপযুক্ত সময়। আমাদের সংবিধানের রচয়িতা ডঃ আম্বেদকর ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, তিনি একাধারে এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজ্ঞ, দার্শনিক, বক্তা, লেখক, পণ্ডিত এবং সমাজ সংস্কারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ডঃ আম্বেদকর দেখেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায় এবং আগামীর পথনির্দেশ করে।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version