Thursday, August 21, 2025

নিখুঁত ফিনিশ, আর ফিনিশারের নাম আবারও সেই এমএস ধোনি(MS DHONI)। লখমউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে শেষ মুহূর্তে একটা ঝোরো ইনিংস, আর তাতেই ঋষভ পন্থদের সমস্ত আশা শেষ। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস(CSK)। আক ম্যাচের নায়ক সেই ধোনি(MS DHONI)। তিনি যখন মাঠে আসেন, তখন অত্যন্ত কঠিন পরিস্থিতি। সেই জায়গা থেকে শিবম দুবেকে নিয়ে একটা পারফেক্ট ইনিংস। আর তাতেই ঋষভ পন্থের জয়ের আশা শেষ।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি(MS DHONI)। স্ট্র্যাটেজিটা তখন থেকেই বোধহয় সাজিয়ে রেখেছিলেন ক্যাপ্টেন কুল। লখনউ সুপার জায়ান্ট শুরুটা(LSG) খুব একটা ভালভাবে করতে পারেনি। তবে এদিন ফর্মে ছিলেন ঋষভ পন্থ। ৪৯ বলে ৬৩ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছিলেন তিনি এবং সেইসঙ্গে শেষের দিকে আয়ূশ বাদোনির ২২ রান এবং সামাদের ঝোরো ২০ রানের ইনিংসে ভর করে ১৬৩ রানেই থামে লখনউ সুপার জায়ান্টস।

সিএসকে(CSK) অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরই পরপর কয়েকটা উইকেট খুইয়ে খানিকট চাপে পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আবার ত্রাতা সেই ধোনি। ক্রিজে শিবম দুবে(SHIVAM DUBE) থাকলেও, সেভাবে বড় শট খেলতে পারছিলেন না। ধোনি(MS DHONI) আসার পর থেকেই শুরু রানের ঝড়। ১১ বলে ২৬ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version