Sunday, August 24, 2025

দেশের গ্রামাঞ্চলে তাৎপর্যপূর্ণভাবে কমেছে মহিলাদের কর্মসংস্থান (women employment)। বাংলা সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। কেন্দ্রের রিপোর্টেই উঠে এসেছে এই চিত্র। গ্রামীণ অর্থনীতিতে বর্তমানে অনুঘটকের কাজ করেছে মহিলাদের অংশগ্রহণ। স্বনিযুক্তি প্রকল্পে বিভিন্ন হস্তশিল্প থেকে শুরু করে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এখন মহিলাদের অন্তর্ভুক্তি উল্লেখের দাবি রাখে। কিন্তু সারা দেশে বর্তমানে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে মহিলা কর্মীদের সংখ্যা হ্রাস। মোদি সরকারের আমলে গ্রামীণ ভারতের জীবিকাক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছে।

কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে উদ্বেগের পরিসংখ্যান। খতিয়ান অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে গ্রামীণ শিল্পে মহিলাদের অংশীদারিত্ব (women employment) ছিল সাড়ে ৪১ শতাংশ। কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে হয়েছে ৪০ শতাংশ। উদ্বেগের শেষ এখানেই নয়, কেন্দ্রের রিপোর্টই বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেকারত্ব (unemployment) বেড়েছে। শহরের তুলনায় গ্রামে বেকারত্ব বেড়েছে বেশি। ১০০ দিনের কাজে যোগদানের আবেদন মাত্রাতিরিক্ত বেড়েছে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট রিপোর্টে দেখা গিয়েছে, এই এক বছরে গ্রাম ও শহরে কর্মীর হার কমেছে। গ্রামীণ এলাকায় বেশি কমেছে মহিলা কর্মীর সংখ্যা। সারা বছরের মধ্যে কতদিন কোনও না কোনও কাজের মধ্যে যুক্ত থাকেন মহিলা বা পুরুষ কর্মীরা, তার ভিত্তিতেই সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করে আসছে যে, গ্রামীণ ক্রয় ক্ষমতা এবং ভোগ্য পণ্য ক্রয় প্রবণতা কমছে দেশে। গ্রামাঞ্চলে পণ্য বিক্রি না হলে অর্থনীতির চাকা থমকে যায়। বিগত কয়েক বছর ধরে গ্রামীণ অর্থনীতির তিন প্রধান চালিকাশক্তি টু হুইলার (two wheeler), ট্রাক্টর, সাইকেলের বিক্রি থমকে। বিশেষ করে মহিলাদের সাইকেল এবং হাল আমলে স্কুটি (scooty) কেনার প্রবণতা কমে গিয়েছে। এটাই প্রমাণিত নারীশক্তির কর্ম উন্মাদনা কমেছে দেশে।

কিন্তু বাংলার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বাংলার স্বনির্ভর প্রকল্প (SHG) থেকে শুরু করে হস্তশিল্প ও অন্যান্য ক্ষুদ্র মাঝারি শিল্পে মহিলাদের কর্মসংস্থান নজির গড়েছে। দেশের ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টেক্কা দিয়ে বাংলা এগিয়ে গিয়েছে মহিলা কর্মসংস্থানে। আর তা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বের ফলে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে মহিলা কর্মসংস্থানে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version