Saturday, November 8, 2025

চাহালের ঘূর্ণি স্পিনেই শেষ নাইট রাইডার্স, ১০০ রানও করতে পারল না রাহানেরা

Date:

যুজবেন্দ্র চাহালের(Yuzvendra chahal) ঘূর্ণি স্পিনেই শেষ নাইট দাপট। পঞ্জাব কিংসকে(Punjab Kings) কম রানের মধ্যে শেষ করেও ম্যাচ জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। যুজবেন্দ্র চাহাল(Yuzvendra chahal) একাই তুলে নিলেন চার উইকেট। সেইসঙ্গেই শেষ পঞ্জাব কিংসের জয়ের রাস্তা প্রশস্ত। নারিন, ডিকক থেকে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা এদিন ডাহা ফেল। কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ। ১৬ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

গত ম্যাচে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। সিএসকের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসও প্রবল ছিল তাদের। পঞ্জাবের পিচেও যে বোলাররাই নাইটদের প্রধান শক্তি ছিল তা বলার অপেক্ষা রাখে না। তারা সেটা প্রমাণও করেছেন। কিন্তু ব্যাটাররাই যেন সব হিসাব শেষ করে দিল। একমাত্র অঙ্গক্রিস রঘুবংশী(Angkrish Raghubanshi) ছাড়া নাইট শিবিরের কোনও ব্যাটারই এদিন সেভাবে সফল হতে পারলেন না। তাদের দেখে বারবারই যেন মনে হচ্ছিল এই পিচকে ভয় পাচ্ছে তারা। আর তাতেই সব শেষ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতবার তিনিই ছিলেন নাইট রাইডার্স অধিনায়ক। কিন্তু শুরু থেকেই হর্ষিত রানার বোলিংয়ের সামনে এঁটে উঠতে পারেনি পঞ্জাব ব্যাটিং লাইনআপ। হর্ষিত একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তীও ফিরিয়ে দিয়েছিলেন পঞ্জাবের জশ ইঙ্গলিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে। ১১১ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।

সহজ লক্ষ্য কিন্তু শেষটা একেবারেই ভাল হল না কলকাতা নাইট রাইডার্সের। ডিকক(Quinton de kock), নারিনকে(Sunil Narine) শুরুতেই ফিরিয়ে দেন বার্টলেট এবং মার্কো য়্যানসেন। এরপরই মাঠে শুরু যুজবন্দ্র চাহালের(Yuzvendra Chahal) স্পিন জাদু। রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer) এবং রিঙ্কু সিং। এই সেরা চার ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে দেন তিনি। শেষপর্যন্ত রাসেল আশা জাগালেও, য়্যানসেনের কাছে থামতে হয় তাঁকেও। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version