চিকিৎসকদের ফাঁকিবাজি আটকাতে মেডিক্যাল কলেজে বায়োমেট্রিক বাধ্যতামূলক 

দেশের সব সরকারি বেসরকারি সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক- শিক্ষকদের উপস্থিতির উপর নজরদারি বাড়াতে এবার বায়োমেট্রিক (Biometric Attendance) বাধ্যতামূলক করা হলো। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। মে মাসের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকরী হতে চলেছে।

মেডিক্যাল কলেজের হাজিরায় এবার সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর কড়া নজর স্বাস্থ্য মন্ত্রকের। ফাঁকিবাজি রুখতেই দেশের সব মেডিক্যাল কলেজে আগামী ১ মে ২০২৫ থেকে বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম। শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক সকলের জন্যই এই নয়া আইন কার্যকর হতে চলেছে। অনেক সময় দেখা যায় হাসপাতালে রোগীরা পরিষেবা পাচ্ছেন না কারণ সিনিয়র বা জুনিয়র ডাক্তাররা সঠিক সময়ে এসে উপস্থিত হননি। যার ফলে কখনও কখনও রোগী মৃত্যুর ঘটনাও ঘটে। এবার এই বিষয়ে রাশ টেনে কড়া পদক্ষেপ কেন্দ্রের।