পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বল ভেবে বোমা ছুঁড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ। ঘটনাস্থলেই আহত হয় দুই শিশু। বিস্ফোরণের বিকট আওয়াজে জ্ঞান হারায় আরও তিন শিশু। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মালদহের কালিয়াচক থানার বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে।

জানা গিয়েছে, এদিন তারা খেলতে খেলতে ফরমান শেখের পরিত্যক্ত বাড়ির চত্বরে চলে যায়। সেখানে একটি বল কুড়িয়ে পায়, মাটিতে ছুঁড়ে মারলেই ঘটে এই দুর্ঘটনা। আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। জখম শিশুদের উদ্ধার করে পাঠানো হয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশের তরফ থেকে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি ওই বাড়িতে রেখে গিয়েছিল তা নিয়ে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

এমনিও মালদহের কালিয়াচক বরাবর সংবেদনশীল এলাকা বলে পরিচিত। আকছার জালনোট, গরু পাচার কাণ্ডে মালদার নাম উঠে আসে। উল্লেখ্য মালদহে এই প্রথম নয় এর আগেও বারবার ঘটেছে এমন বিস্ফোরণ। এই কালিয়াচকেই ২০২৩ সালে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে মাদ্রাসা সংলগ্ন এলাকায়। জখম হন তিন স্থানীয় গ্রামবাসী। ২০২২ সালে মালদার ইংরেজ বাজার এলাকায় ঘটে পরপর দুবার বোমা বিস্ফোরণ।

আরও পড়ুন – শিক্ষাকর্মীদেরও পাশে আছি! ‘সুপ্রিম’ রায় প্রসঙ্গে মন্তব্য শিক্ষামন্ত্রীর


_

_

_

_

_

_

_

_