Wednesday, December 17, 2025

ট্রাম্পের ‘বে-আইনি’ অভিবাসনের বিরুদ্ধে মামলা ভারতীয় ছাত্রের

Date:

মার্কিন প্রশাসনের বেআইনি ভিসা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ভারতের চিন্ময় দিওরে-সহ চার ছাত্র। তাঁদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাঁদের ভিসা এবং ছাত্র ইমিগ্রেশন স্ট্যাটাস বাতিল করেছে, যা সম্পূর্ণ অবৈধ এবং অস্পষ্টভাবে করা হয়েছে। চিন্ময় দিওরে (ভারত), শিয়াংইয়ুন বু এবং কিউইয়ু ইয়াং (চিন), এবং যোগেশ জোশি (নেপাল) শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। চিন্ময় দিওরে (ভারত), শিয়াংইয়ুন বু এবং কিউইয়ু ইয়াং (চিন), এবং যোগেশ জোশি (নেপাল) শুক্রবার আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ছাত্রদের দাবি, ছাত্র ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে “সঠিক নোটিশ এবং কোনো ব্যাখ্যা ছাড়া”।

মামলাটি দাখিল করা হয়েছে আমেরিকার মিশিগান শাখার ছাত্রদের প্রতিনিধি দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)। ACLU জানিয়েছে, “আমরা ফেডারেল আদালতে মামলা দায়ের করেছি এবং জরুরি আদেশের জন্য আবেদন করেছি, কারণ ছাত্রদের F-1 ছাত্র ইমিগ্রেশন স্ট্যাটাস ট্রাম্প প্রশাসনের নির্দেশে অবৈধভাবে এবং আচমকা বাতিল করা হয়েছে, কোনও বৈধ কারণ ছাড়াই এবং নোটিশ ছাড়া।” মামলায় বলা হয়েছে, “এই ছাত্রদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই, তারা মার্কিন আইন লঙ্ঘনও করেনি এবং কোনও রাজনৈতিক বিষয়ে ক্যাম্পাসে প্রতিবাদেও অংশগ্রহণ করেনি।” এই মামলা আদালতের থেকে দাবি করেছে যে, ছাত্রদের F-1 স্ট্যাটাস পুনঃস্থাপন করা হোক, যাতে তারা তাদের শিক্ষাজীবন সম্পূর্ণ করতে পারে এবং আটকানো বা বিতাড়িত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে।

ACLU’র মিশিগান শাখার কর্মী অ্যাটর্নি রামিস ওদূদ বলেন, “এই সরকারের অমানবিক এবং অবৈধ পদক্ষেপগুলি বাস্তব জীবনে অনেক ক্ষতি করছে।” তিনি আরও বলেন, “এগুলি কেবল ছাত্রদের জীবনকে ব্যাহত করে না, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষাবিদদের মিশিগান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়ায় বাধা সৃষ্টি করবে।”

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version