Sunday, November 2, 2025

ইস্টবেঙ্গল মহিলা দলের চ্যাম্পিয়নের ট্রফি উঠুক ক্রীড়ামন্ত্রীর হাতে, চাইছে ইস্টবেঙ্গল

Date:

কয়েকদিন আগেই আইডব্লুএল(Iwl) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সুইটি দেবীদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন তারা। বাংলার হয়ে ভারত সেরা হওয়া ইস্টবেঙ্গল(Eastbengal) মহিলা দলের চ্যাম্পিয়ন ট্রফি উঠুক ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের হাতে, এমনটাই চাইছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। সেই কথা জানিয়ে ইতিমধ্যে ফেডারেশনকে চিঠিও দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। যদিও ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি।

আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ মহিলা বাহিনী। যদিও সেই ম্যাচ হবে এখন শুধুই নিয়মরক্ষার। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। সম্ভবত সেই ম্যাচের পরই ইস্টবেঙ্গল মহিলা দলের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী থাকতে পারেন সেই কথা জানিয়ে ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে।

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছেন, “মেয়েরা যেন ফুটবল খেলে আরও এগিয়ে যায় সেই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যাতে মেয়েদের তৈরি করতে পারি সেই দিকেও নজর দিয়েছিলেন তিনি। আমরা মনে করি ইস্টবেঙ্গলের এই সাফল্য বাংলার জয়। আর যেহেতু বাংলার জয়, তাই বাংলার প্রতিনিধি হিসাবে এই ট্রফি গ্রহন করতে অনুরোধ জনাচ্ছি ক্রীড়ামন্ত্রীকে। এই কথা জানিয়ে ফেডারেশনকে চিঠি দেওয়া হচ্ছে। যে ক্রীড়ামন্ত্রীও থাকবেন আমাদের কোচ, ক্যাপ্টেনের সঙ্গে। ক্রীড়ামন্ত্রীই বাংলার এই ট্রফি গ্রহন করবেন”।

ফেডারেশনকে ইস্টবেঙ্গলের তরফে জানিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত তারা নাকি কোনওরকম উত্তর দেয়নি। সেই উত্তরের অপেক্ষাতে রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version