Thursday, August 21, 2025

চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দিঘার জগন্নাথধামে মন্ত্রী অরূপ

Date:

দিঘার জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বুধবারই নবান্নে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জগন্নাথ মন্দিরের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে এলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের বিদ্যুতের যাবতীয় পরিকাঠামো ও সঠিক সুরক্ষা রয়েছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি উদ্বোধনের দিন যাতে কোনওরকম বিদ্যুৎ বিভ্রাট না হয় সে নিয়েও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কড়া নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের প্রধান সচিব শান্তনু বসু, ডিরেক্টর ডিস্ট্রিবিউশন সুমিত মুখোপাধ্যায়, নির্মাণকারী সংস্থা হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

এদিন প্রথমে জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি বিষয়ে বৈঠক করতে মন্ত্রী উপস্থিত হন বিদ্যুৎ দফতরের গেস্ট হাউসে। সেখানে ঘণ্টাখানেক চলে বৈঠক। এরপর তিনি সরাসরি পৌঁছে যান জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভেতর পর্যন্ত ঘুরে দেখেন তিনি। কোথায় কিভাবে বিদ্যুতের লাইন ব্যবহার করা হয়েছে এবং তার সঠিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্দিরে থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও। রাতে বর্ণিল সাজে সেজে উঠবে আবেগের এই জগন্নাথ মন্দির। তার কাজ কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে কথা বলেন মন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে ২৭ তারিখ থেকেই দিঘায় থাকার নির্দেশ দিয়েছেন। সঙ্গে থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীরা। এখন থেকেই যাতে হোর্ডিং দিয়ে প্রচার করা হয় তা নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  মন্দির ও আশপাশ এলাকায় সিসিটিভি লাগানোর কাজ শুরু করে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মন্দিরে পাওয়ার সাপ্লাইয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। তার আগে আমরা ফিনিশিং দেখতে এলাম সব ঠিক আছে কি না। যেভাবে কাজ হয়েছে তা নিয়ে আমরা স্যাটিসফায়েড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মন্দির জগন্নাথদেবের ইচ্ছাতে হয়েছে। তিনি যেভাবেই চেয়েছেন সেভাবেই হয়েছে। এটার জন্য কৃতজ্ঞতা এবং প্রণাম জানাব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জগন্নাথ দেবের আশীর্বাদ মুখ্যমন্ত্রীর ওপর যে আছে এটাই তার প্রমাণ। গোটা মন্দির না দেখলে বলে বোঝানো যাবে না।

আরও পড়ুন- মানুষের সেবার কোনও সময়সীমা থাকে না! সেবাশ্রয়ের তুলনা দিয়ে কেন্দ্রকে বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version