Thursday, August 21, 2025

ওয়াংখেড়েতে নায়ক উইল জ্যাকস, সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

দিল্লি ক্যাপিটালসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। আবারও একটা দুরন্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল সূর্যকুমারের(Suryakumar Yadav) দল। উইল জ্যাকসের(Will Jacks) অল রাউন্ড পারফরম্যান্স অবং শেষ মুহূর্তে হার্দির পাণ্ডিয়ার(Hardik Pandya) ঝোরো ইনিংসেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। এই ধারা মুম্বই ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদকে চাপে রাখার কৌশল ছিল তাদের। অভিষেক শর্মা শুরু থেকে আক্রমণাত্মক থাকলেও, বাকি ব্যাটাররা এদিন সেভাবে সফল হতে পারেননি। বিশেষ করে ট্রেভিস হেড এবং ঈশান কিষাণ। অভিষেক ২৮ বলে করে ৪০ রান।

শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ৩৭ রানের সৌজন্যে ১৬২ রানে পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন সেরা বোলিং পারফরম্যান্স উই জ্যাকসের(Will Jacks) ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে ৬২ রানের মধ্যে ২ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এদিনও ইমপ্যাক্ট ক্রিকেটার। ২৬ রান করেন তিনি। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল উইল জ্যাকস। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২১ রানের ঝোরো ইনিংস। আর তাতেই বাজিমাত। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version