Saturday, November 8, 2025

ওয়াংখেড়েতে নায়ক উইল জ্যাকস, সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

দিল্লি ক্যাপিটালসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। আবারও একটা দুরন্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল সূর্যকুমারের(Suryakumar Yadav) দল। উইল জ্যাকসের(Will Jacks) অল রাউন্ড পারফরম্যান্স অবং শেষ মুহূর্তে হার্দির পাণ্ডিয়ার(Hardik Pandya) ঝোরো ইনিংসেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। এই ধারা মুম্বই ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদকে চাপে রাখার কৌশল ছিল তাদের। অভিষেক শর্মা শুরু থেকে আক্রমণাত্মক থাকলেও, বাকি ব্যাটাররা এদিন সেভাবে সফল হতে পারেননি। বিশেষ করে ট্রেভিস হেড এবং ঈশান কিষাণ। অভিষেক ২৮ বলে করে ৪০ রান।

শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ৩৭ রানের সৌজন্যে ১৬২ রানে পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন সেরা বোলিং পারফরম্যান্স উই জ্যাকসের(Will Jacks) ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে ৬২ রানের মধ্যে ২ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এদিনও ইমপ্যাক্ট ক্রিকেটার। ২৬ রান করেন তিনি। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল উইল জ্যাকস। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২১ রানের ঝোরো ইনিংস। আর তাতেই বাজিমাত। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version