Monday, August 25, 2025

গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ক্যামেরার সামনেও হাতাহাতিতে বাধে না বিজেপি (BJP) নেতৃত্বের। ফলে হয়ত নিজের ব্যক্তিগত অনুভূতি দলের সহযোদ্ধার কাছে প্রকাশ করতে পারেন না গেরুয়া শিবিরের নেতারা। তার প্রমাণ মিলেছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের সংবাদ পরিবেশনে। কারণ বঙ্গ বিজেপির কোনও নেতা-নেত্রী নয়, এই খবর জানিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাংলার পদ্মশিবিরে কোনও সদ্ভাব নেই- একথা সর্বজনবিদিত। দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী-সবই আলাদা। কখনও আবার এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মিলে তৃতীয় গোষ্ঠীর বিরুদ্ধে ছক কষেন। এমনকী বাঙালী কাঁকড়া হয়ে পা টেনে ধরতে দিল্লি পর্যন্ত পাড়ি দেন। ফলে যেখানে রাজনীতির ময়দানেই মতৈক্য নেই, সেখানে ব্যক্তিগত স্তরে বন্ধুত্ব থাকবে এমনটা আশা করাই বোধহয় বৃথা।

দিলীপ ঘোষকে সরিয়েই বঙ্গ বিজেপি দায়িত্ব গিয়েছে সুকান্ত মজুমদারের হাতে। সেই সুকান্ত আবার শুভেন্দু লবি বলে পরিচিত। আর এসবের মাঝে পদ্মশিবিরের নেতাদের সঙ্গে দূরত্ব রেড়েছে দিলীপের। বঙ্গে প্রচারে যখন নরেন্দ্র মোদি, তখন সেই জায়গা থেকে বহু দূরে নিজের আবর্তে চায়ের আড্ডায় দিলীপ। অথচ বিরোধী দলের অনেকের সঙ্গে তাঁর সুসম্পর্ক। কুণাল ঘোষের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক বলেই খবর। কিছুদিন আগে এই সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সিপিএম-এর যুবনেতা শতরূপ ঘোষের পাশে বসে খোশ গল্প করতে দেখা গিয়েছে প্রাক্তন এই বিজেপির রাজ্য সভাপতিকে।
আরও খবর: বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে! বোমা ফাটল কুণালের টুইটে

এর ফলেই হয়ত, দলের কেউ নন কুণাল ঘোষ (Kunal Ghosh) জানালেন, দিলীপ ঘোষের বিয়ের আগাম খবর। অদৃষ্টের কী পরিহাস! যে তৃণমূলকে সব বিষয় নিয়েই নিশানা করে বিজেপি, বাংলার সেই শাসকদলের নেতার থেকেই নিজের দলের প্রাক্তন সাংসদের বিয়ের আগাম সংবাদ শুনতে হচ্ছে তাঁদের। প্রথম পোস্টের পরে দ্বিতীয় পোস্ট করে দিলীপকে বিয়ের আগাম শুভেচ্ছা জানান কুণাল। লেখেন, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version