Wednesday, November 5, 2025

দোষ ঢাকতে অনধিকার কথা! মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের বক্তব্যের পাল্টা বিদেশমন্ত্রক

Date:

কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলেছে, মুর্শিদাবাদের ঘটনায় ফেরে একবার তা স্মরণ করিয়ে দেওয়া হল ভারতের তরফে। প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা এসে তান্ডব চালানোর যে তত্ত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তুলে ধরেছিল, তা নিয়ে বাংলাদেশ সমালোচনা করলে পাল্টা বিদেশ মন্ত্রকের (MEA) তরফেও সে দেশে দুষ্কৃতীদের অবাধ ঘোরাফেরার দারুন তুলে ধরা হল। সেই সঙ্গে ভারতের বিষয়ে অনধিকার চর্চা নিয়ে সতর্ক করা হল। কার্যত বিদেশ মন্ত্রকও মেনে নিল, মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় হাত রয়েছে বিএসএফ-এর অপারদর্শিতায় ঢুকে আসা বাংলাদেশের দুষ্কৃতীদের।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে তুলে ধরেছে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাত রয়েছে। এরই পাল্টা বাংলাদেশ দাবি করে ভারতের অশান্তিতে বাংলাদেশের কোন হাত নেই। কার্ষত ভারতের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয় বাংলাদেশের (Bangladesh) তরফে। সেই সঙ্গে পাল্টা দাবি করা হয়, ভারতে সংখ্যালঘুদের (minorities) ওপর আক্রমণে বহু মৃত্যু ঘটেছে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক কেন্দ্র ও রাজ্য সরকার।

এরই পাল্টা ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে দাবি করা হয়, বাংলার মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের (Bangladesh) তরফে সেখানকার সংখ্যালঘুদের (minorities) ওপর অত্যাচারের সঙ্গে ভারতের যে তুলনা করা হয়েছে তা তাদের দেশের বাস্তবকে লুকানোর চেষ্টা। বাস্তবে বাংলাদেশে অপরাধীরা খোলা ঘুরে বেড়ায়। বাংলাদেশের উচিত অনধিকার কথা না বলে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

বিদেশ মন্ত্রকের কথাতেও কার্যত অমিত শাহর দফতরের কথার প্রতিফলন। বাংলাদেশ (Bangladesh) থেকে আসা দুষ্কৃতীরা যে বাংলার মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তির পিছনে দায়ী, সেই বক্তব্যকেই সমর্থন জানালো বিদেশ মন্ত্রক (MEA)। সম্প্রতি নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হলেও যে সীমান্তপার থেকে আসা দুষ্কৃতী নিয়ন্ত্রণে দেশের প্রধানমন্ত্রীও ব্যর্থ, মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশকে দেওয়া বিদেশ মন্ত্রকের বিবৃতিতে তাও স্পষ্ট।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version