Wednesday, December 3, 2025

নাইট রাইডার্সে ফিরবেন অভিষেক নায়ার? বরুণের পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

ভারতীয় দল থেকে ছাঁটাই হয়েছেন অভিষেক নায়ার(Abhishel Nayar)। এরপরই কি ফের কলকাতা নাইট রাইডার্সে(KKR) ফিরতে চলেছেন তিনি। না কেকেআর কিংবা নায়ারের তরফ থেকে সরকারীভাবে কিছু বলা হয়নি। কিন্তু বরুণের একটা ইনস্টাগ্রাম পোস্ট দেখার পরই শুরু হয়েছে সেই জল্পনাটা। গত ১৭ এপ্রিল ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হয়েছে অভিষেক নায়ারকে। এরপরই অভিযেক নায়ারকে নিয়ে ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)।

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন অভিষেক নায়ার। সেই থেকেই বরুণ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক। গতবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জয়ের পিছনে অন্যতম নেপথ্য প্রধান কারিগড় ছিলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। যদিও গৌতম গম্ভীর(Gautam Gambhir) ভারতীয় দলে যাওয়ার পরই তাঁর ডেপুটি হয়ে ভারতীয় শিবিরে যোগ দিয়েছিলেন অভিষেক নায়ার।

যদিও সেই মধুচন্দ্রিমা কেটে গিয়েছে একবছর হওয়ার আগেই। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের জেরেই শেষপর্যন্ত অভিষেক নায়ারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন বরুণ চক্রবর্তী। তাঁরসঙ্গে অভিষেক নায়ারের নাইট শিবিরে থাকাকালীন একটি ছবি। সেই ছবিতে অবশ্য কিছুই লেখেননি বরুণ চক্রবর্তী। শুধুমাত্র অভিষেক নায়ারকে ট্যাগ করেছেন নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্র অভিষেক নায়ারের। তাদের অ্যাকাডেমি হেড হওয়ার পাশাপাশি গতবার ব্যাটিং এবং সহকারী কোচের পদ সামলেছিলেন অভিষেক নায়ার। তাঁর কোচিংয়ে ক্রিকেটাররাও যথেষ্ট খুশি ছিল। কিন্তু নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পরই গম্ভীরের সঙ্গে ভারতীয় শিবিরে যোগ দেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কিন্তু গত বৃহস্পতিবার সেই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে।
তারপর বরুণের এমন পোস্ট দেখলে তো জল্পনা শুরু হওয়াটাই স্বাভাবিক। তবে আইপিএলের মাঝপথে দলে নতুন কোনও কোচ কেকেআর নেয় কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...