Saturday, August 23, 2025

২০২৫-এর দ্বিতীয় সেশনের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE)-র সেরার তালিকায় বাংলার দুই কৃতী- অর্চিষ্মান নন্দী ও দেবদত্তা মাজি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফলাফল প্রকাশ করে।  মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। সেই তালিকায় আছেন বাংলারই দু’জন পরীক্ষার্থী- অর্চিষ্মান ও দেবদত্তা। এর আগে মাধ্যমিকেও রাজ্যে প্রথম হয়েছিলেন দেবদত্তা। তখনই তিনি জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

মোট ১০,৬১,৮৪০ পড়ুয়া জেইই মেইনস-এর জন্য রেজিস্টার করেছিল। তার মধ্যে পরীক্ষা দেন ৯,৯২,৩৫০ জন। প্রথম স্থানাধিকারী ২৮ জনের মধ্যে আছেন ২ জন ছাত্রী, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাজি ও অন্ধ্রপ্রদেশের সাই মনোগনা গুঠিকোন্ডা।

JEE মেইন ২০২৫-এর ২৪ টপার:
পশ্চিমবঙ্গ: দেবদত্তা মাজি, অর্চিষ্মান নন্দী ৷
রাজস্থান: ওমপ্রকাশ বেহেরা, সাক্ষম জিন্দাল, অর্ণব সিং, রজিত গুপ্ত, মোহাম্মদ আনাস, লক্ষ্য শর্মা ৷
অন্ধ্রপ্রদেশ: সাই মনোগ্না গুথিকোন্ডা ৷
দিল্লি (দক্ষিণ): হর্ষ ঝা ৷
গুজরাত: শিবেন বিকাশ তোশনিওয়াল, অদিত প্রকাশ বাগদে৷
কর্ণাটক: কুশাগ্র গুপ্তা ৷
মহারাষ্ট্র: আয়ুষ রবি চৌধুরী, সানিধ্যা সরফ, বিষাদ জৈন ৷
তেলেঙ্গানা: ওয়ানগালা অজয় রেড্ডি, বানি ব্রাতা মাঝি, হর্ষ এ গুপ্তা ৷
উত্তরপ্রদেশ: শ্রেয়া লোহিয়া, কুশাগ্র বঙ্গহা, সৌরভ ৷

সাধারণ বিভাগের পড়ুয়াদের জন্য কাটঅফ ৯৩.১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। EWS-এর জন্য কাটঅফ ৮০.৩৮, OBC-এর জন্য ৭৯.৪৩, SC-এর জন্য ৬১.১৫ এবং ST-এর জন্য ৪৭.৯০ শতাংশ রাখা হয়েছে।

আইআইটি ধানবাদের তরফ থেকে জানানো হয়েছে, জেইই অ্যাডভান্সড-এ প্রথম ১০০০ র্যা ঙ্ক পর্যন্ত পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। গত বছর প্রথম ৬০০ জনের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল। কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহ না দেখানোর ফলে এবার তা বাড়ানো হয়েছে। ইনস্টিটিউটে আরও মেধাবী পড়ুয়াদের ভর্তির জন্য ছাত্রদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

কীভাবে দেখা যাবে ফলাফল
jeemain.nta.ac.in ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন। jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করার পরে, JEE Main 225 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে আবারও ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড। সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন পড়ুয়ারা।

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version