Saturday, August 23, 2025

শুক্রবারই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোটা রাজ্য সেই খবরে মশগুল ছিল দিনভর। স্বাভাবিকভাবেই ঘোষ পরিবারের জন্য এটা একটা বিশেষ দিন হওয়ার কথা ছিল। কিন্তু দিলীপ ঘোষের গোপিবল্লভপুরের (Gopiballavpur) বাড়িতে সেই খুশির ছিটেফোঁটাও ছিল না শুক্রবার। বিজেপি নেতার সহোদর জানালেন তিনি আদৌ জানতেন না তাঁর দাদার বিয়ে। শুক্রবারের বিয়েবাড়িতে উপস্থিতি নিয়ে দিলীপের কথাতেও স্পষ্ট, আমন্ত্রণই ছিল না পরিবারের কারো।

বেশ কিছুদিন মা পুষ্পলতা ঘোষকে নিয়ে কলকাতার বাড়িতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে গোপিবল্লভপুরের বাড়িতে থাকেন তাঁর অন্য ভাইরা। উৎসব অনুষ্ঠানে প্রায়ই তিনি সেই বাড়িতে যান। রাজনীতির ময়দান থেকে সময় বের করে পরিবারের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ থাকারও দাবি করেছেন তিনি। কিন্তু তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে দেখা গেল একেবারে অন্য ছবি।

গোপিবল্লভপুর থেকে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ (Hirak Ghosh) জানান, তাঁরা জানতেনই না দাদার বিয়ে। তাঁরা সংবাদ মাধ্যমের কাছেই বিয়ের খবর পান। যেহেতু মা এখন দিলীপের কাছেই থাকেন, তাই তাঁর বিয়েতে অনুমতি দেওয়ার বিষয়টিও জানা নেই তাঁদের। এমনকি বড় দাদা কলকাতা থেকে দুদিন আগে ফিরেছেন। তিনিও বিয়ের বিন্দুবিসর্গ জানতেন না। তাই শুক্রবার কলকাতায় গিয়ে দাদার বিয়েতে যোগ দেওয়ারও কোনও প্রশ্ন ছিল না।

যে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন শুক্রবার দিলীপ ঘোষ আয়োজন করেছিলেন, সেখানে আমন্ত্রিতের সংখ্যাও ছিল খুব কম। তিনি নিজেই জানান, তিনি বিয়ের আয়োজন সামান্য রাখার চেষ্টা করেন তিনি। সেখানেই উল্লেখ করেন তাঁর সহধর্মিনীর পরিবারের বেশ কিছু মানুষ এসেছিলেন। তাঁদের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে নিজের পরিবারকে এই বিয়ের অনুষ্ঠানে ব্রাত্যই রেখেছিলেন দিলীপ ঘোষ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version