Thursday, December 18, 2025

সোমে শালবনিতে শিলান্যাস জিন্দলদের বিদ্যুৎ প্রকল্পের! মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভও 

Date:

Share post:

রাজ্যের উদ্যোগে জিন্দলদের তৈরি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস আগামী সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করবেন। সঙ্গে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল এই মুহূর্তে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ শিল্পপতি। শিল্পপতি সজ্জন জিন্দল আমন্ত্রণ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও দিয়েছেন। সৌরভও ইতিমধ্যে পুরোদস্তুর শিল্পপতি হয়ে উঠেছেন। তাঁর স্টিল প্ল্যান্টের কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। সব মিলিয়ে তাপবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে শালবনিতে সাজ সাজ ব্যাপার।

সোমবার সকালে শালবনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভও দুপুরে বেরিয়ে বেলায় শালবনি পৌঁছে যাবেন। অনুষ্ঠানে থাকবেন। অনুষ্ঠান শেষে সজ্জন জিন্দলের বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন সৌরভ। অন্যদিকে মুখ্যমন্ত্রী শালবনি থেকে যাবেন মেদিনীপুরে।

বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে এই মুহূর্তে সাজ সাজ পরিস্থিতি শালবনিতে। প্রকল্পকে ঘিরে বিরাট কর্মসংস্থান হবে। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। গত ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাসের খবর দেন। ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট হবে শালবনিতে। বিনিয়োগ হবে ১৬ হাজার কোটি টাকার বেশি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শালবনিতে শিলান্যাসের পরেই কাজ শুরু হয়ে যাবে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই জিন্দলরা এই বরাত পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার চিত্র বদলে যাবে। ফলে এলাকাবাসীদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি–বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷

আরও পড়ুন – জৈন মন্দির মাটিতে মিশল! মুম্বইয়ের ঘটনায় বিজেপির মুখোশ খুলল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...