শ্বাসকষ্টজনিত সমস্যা, বুকে ব্যথা নিয়ে আচমকাই হাসপাতালে ভর্তি হলেন ‘কিলবিল সোসাইটি’র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। শুক্রবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ‘জাতিস্মর’ পরিচালক এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
পরমব্রত চট্টোপাধ্যায়- কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘কিলবিল সোসাইটি’র প্রমোশন, রিলিজ, হল ভিজিট নিয়ে গত কয়েক দিন ধরে বেশ ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সদ্যই লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে তাঁর পরিচালিত ‘অতি উত্তম’ (Oti Uttam)। ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেছেন তিনি। এর মাঝে পরিচালকের অসুস্থতার খবরে উদ্বেগ অনুরাগীদের। শনিবার সকালে সৃজিতের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। রিপোর্ট আসার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা।
–
–
–
–
–
–
–
–
–