Saturday, January 10, 2026

ঘরে ফিরলেন! জাতীয় দল থেকে বাদ পড়তেই নাইট শিবিরে যোগ দিলেন নায়ার 

Date:

Share post:

অবশেষে ঘরে ফিরলেন অভিষেক নায়ার। ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের পুরনো ঠিকানা, কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন তিনি। শনিবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়— ‘ঘরে স্বাগত।’ নতুন নয়, অভিষেকের সঙ্গে নাইটদের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে মেন্টর এবং পরে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর তত্ত্বাবধানে উঠে এসেছেন রিঙ্কু সিং, রমণদীপ সিংয়ের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।

গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেকের জুটি গত আইপিএলে কেকেআরকে ফের চ্যাম্পিয়ন করেছিল। এবার গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর অভিষেকও জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। কিন্তু আট মাস পেরোতেই ফের নাইট শিবিরে ফিরে এলেন ‘ঘরের ছেলে’। সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে শনিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি।

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে বেশ চাপে কেকেআর। সাত ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে নাইটরা। প্লে-অফে জায়গা পাকা করতে হলে শেষ সাত ম্যাচে অন্তত পাঁচটি জিততেই হবে। তাই গুজরাট ম্যাচ কেকেআরের কাছে কার্যত ‘ডু অর ডাই’। ব্যাটারদের ধারাবাহিকতার অভাব এবং স্পিন-বান্ধব ইডেনের উইকেটকে কাজে লাগাতে নজর থাকবে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের জুটির দিকে। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন রশিদ খানের মতো বিধ্বংসী স্পিনার, যার জন্য ভিডিও অ্যানালিসিসে ব্যস্ত রাহানেরা।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, কেকেআরের প্রথম একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরবাজ ও মণীশ পাণ্ডেকে খেলানো হতে পারে গুজরাটের বিরুদ্ধে। পিচ নিয়েও পরিকল্পনা চূড়ান্ত—হায়দরাবাদ ম্যাচের উইকেটই চাইছে কেকেআর। অভিষেকের প্রত্যাবর্তন নতুন উদ্দীপনা জোগাবে কি না, তার উত্তর মিলবে সোমবার ইডেনের ম্যাচেই।

আরও পড়ুন – উজানযাত্রা থেকে ৪০৪৩ : ‘দুই হুজুরের গপ্পো’য় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...