ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সে(KKR) অভিষেক নায়ার(Abhishek Nayar)। আর তাতেই ক্রিকেট মহলে জোর চর্চা। তিনি নাইট শিবিরে এলেও কোন দায়িত্ব পালন করবেন অভিষেক নায়ার। গতবছর তিনি ছিলেন ব্যাটিং কোচ এবং সহকারী কোচের দায়িত্বও পালন করেছিলেন। কিন্তু এই বছর অভিষেক নায়ার দলে ফিরলেও এখনও পর্যন্ত তাঁর পজিশন কিন্তু জানায়নি কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইটরাইডার্সকে(KKR) চ্যাম্পিয়ন করানোর পরই ভারতীয় দলে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে যোগ দিয়েছিলেন অভিষেক(Abhishek Nayar)। কিন্তু ১০ মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কারণ একটাই ভারতীয় দলের ব্যাটারদের খারাপ পারফরম্যান্স। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলেও, তাঁকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সেই সিদ্ধান্ত এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করেনি বিসিসিআই। কিন্তু তার মধ্যেই নাইট শিবিরে হজির অভিষেক নায়ার। আর এটা যে জল্পনা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। নাইট শিবির থেকে জনানো হয়েছে তিনি আবার ফিরে এলেন। গত ১৯ এপ্রিল দলের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়েছিলেন অভিষেক নায়ার। কিন্তু কোন দায়িত্ব সামলাবেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের তরফেও সেভাবে স্পষ্ট করে কিছু জনানো হয়নি। প্রথমে শোনা গিয়েছিল তিনি নাকি সহকারী কোচের পদেই এসেছেন। কিন্তু নাইট রাইডার্সের তরফে এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি কিছুই।


–

–

–

–

–

–

–

–