দুই মত্ত বাইসন শিং-এ আছড়ে মারল বৃদ্ধাকে, আহত ২

সেই সময়ই সামনে চলে আসে দুই উন্মত্ত বাইসন (bison)। শিং (horn) দিয়ে আঘাত করে ওই বৃদ্ধাকে। বাধা দিতে গিয়ে জখম হন আরও এক ব্যক্তি

জলপাইগুড়ির চা বাগানে মাঝেমধ্যেই বন্য জন্তু ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। তবে বাইসনের (bison) হামলায় মৃত্যুর ঘটনা সম্প্রতি হয়নি। এবার জোড়া বাইসনের হামলা জলপাইগুড়ির (Jalpaiguri) রায়পুর চা বাগানে। যার জেরে মারা গেলেন এক বৃদ্ধা। হামলায় জখম হয়েছেন আরও দুই চা শ্রমিক।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রায়পুরের জঙ্গলে ঢুকে পড়ে এক জোড়া বাইসন (bison)। জানা গিয়েছে, নিজের বাড়ির সামনেই কাজ করছিলেন দেওমনি বরাই নামে এক বৃদ্ধা। সেই সময়ই সামনে চলে আসে দুই উন্মত্ত বাইসন (bison)। শিং (horn) দিয়ে আঘাত করে ওই বৃদ্ধাকে। বাধা দিতে গিয়ে জখম হন আরও এক ব্যক্তি। শাহজাহান নায়েক নামের ওই ব্যক্তিও স্থানীয় বাসিন্দা। তারপর বৃদ্ধাকে আছড়ে ফেলে দিয়ে বাগানের মধ্যে ঢুকে যায় বাইসনদুটি।

অন্যদিকে রঙধামালি এলাকায় বাইসনের হামলায় জখম হয়েছেন আরও এক ব্যক্তি। জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় উন্মত্ত দুটি বাইসনকে। তবে তার মধ্যে একটি বাইসনের অবস্থা আশঙ্কাজনক। তবে বন্যপ্রাণীর হামলার মানুষের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির পরিকল্পনা করছে বন দফতর।