Thursday, August 28, 2025

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেখানেই দুরন্ত ছন্দে রয়েছে বিরাট কোহলি(Virat Kohli)। রাজস্থানের বিরুদ্ধেই শততম টি টোয়েন্টি অর্ধশতরান করেছিলেন। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গড়লেন আরও একটা রেকর্ড। ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নারের(David Warner) রেকর্ড। আইপিএলে নতুন ইতিহাস তৈরি করলেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। পঞ্জাবের বিরুদ্ধেও দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন তিনি।

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষপর্যন্ত থেকে ম্যাচ জিতিয়েই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। আর সেইসঙ্গেই আইপিএলে নতুন রেকর্ডেরও মালিক বিরাট(Virat Kohli)। আইপিএলের(IPL) মঞ্চে সর্বোচ্চবার ৫০+ রান করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এদিন ৬৭ তম ৫০+ রান করলেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের ঝুলিতে।

পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট(Virat Kohli)। ফিল সল্ট পারেননি। কিন্তু বিরাটের চওড়া ব্যাটে সহজেই ম্যাচ জিতে নিয়েছে আরসিবি। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই দেশের জার্সিতে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট।

কিন্তু তিনি এখনও যা ফর্মে রয়েছেন, তাতে বিরাট টি টোয়েন্টি খেললেও কিছুই বলার থাকত না। এখনও পর্যন্ত একবারও আইপিএল পাননি বিরাট কোহলি। এবার সেই অপূর্ণ সাধটাই পূরণ করতে চান তিনি। যেভাবে বিরাট খেলছেন, তাঁর হাত ধরে আরসিবি চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version