Sunday, November 9, 2025

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতি শাসন দাবি! মুর্শিদাবাদে হস্তক্ষেপ না করার ইঙ্গিত সুপ্রিম কোর্টের

Date:

পুরোপুরি রাজনৈতিক পরিকল্পনা সাজিয়ে মুর্শিদাবাদে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু বিজেপির সেই পরিকল্পনা পুরোপুরি ফ্লপ। এবার মুর্শিদাবাদ (Murshidabad) নিয়ে নতুন নতুন ছক কষার চেষ্টা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের। শান্ত মুর্শিদাবাদে ঘরে ফিরেছেন বাসিন্দারা। এখন হঠাৎ রাষ্ট্রপতির শাসনের (President rule) দাবি তুলে সুপ্রিমকোর্টের (Supreme Court) দ্বারস্থ বিজেপি পন্থী আইনজীবী। যদিও বিচারপতি বি আর গভাই (B R Gavai) ইঙ্গিত দেন, রাজ্যের প্রশাসনিক কাজে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না।

মুর্শিদাবাদ নিয়ে ২০২৬-এর ভোটের সংগঠন তৈরির লক্ষ্যে নেমেছিল বিজেপি রাজ্য নেতৃত্ব। কিন্তু আদতে তাদের ভেদাভেদের রাজনীতি যে মুর্শিদাবাদের মানুষ ভালোভাবে নেয়নি তা রাজ্যের প্রশাসনের প্রতি তাদের আস্থাতেই প্রমাণিত। মালদহের পারলালপুর হাই স্কুলের আশ্রয় নেওয়া ঘরছাড়ারা ফিরেছেন সামশেরগঞ্জের গ্রামে। কোনও উপায় না খুঁজে পেয়ে এবার বিজেপির আইনজীবী বিষ্ণু শংকর রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে হাজির সুপ্রিম কোর্টে।

যে বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশে অবমাননাকর মন্তব্য করে, তাদের আবেদনে কটাক্ষ এবার সুপ্রিম কোর্টেরই। সম্প্রতি রাজ্যের বিলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই অবমাননার উল্লেখ করে বিচারপতি বি আর গভাই আবেদনকারীকে কটাক্ষ করেন, আপনি কি চান আমরা হুকুম জারি (mandamus direction) করি? ইতিমধ্যেই আইন ও প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপে অভিযুক্ত সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সেখানেই ইঙ্গিত মুর্শিদাবাদে বাংলার প্রশাসনের প্রশাসনিক ক্ষমতার ওপর রাষ্ট্রপতি শাসন জারি করার মতো হস্তক্ষেপ (mandamus direction) করতে নারাজ শীর্ষ আদালত। মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version