Sunday, November 9, 2025

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টে নয়া বেঞ্চ, শুনানির দিন ঘোষণা 

Date:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর প্রাথমিকে চাকরি বাতিল মামলায় (Primary Recruitment case) বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ কবে কীভাবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সোমবার নয়া ডিভিশন বেঞ্চ গঠনের পাশাপাশি শুনানির দিনক্ষণ জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapobrata Chakraborty) ডিভিশন বেঞ্চ মামলার মূলপর্বের শুনানি হবে ২৮ এপ্রিল।

সুপ্রিম কোর্টে (SC) এসএসসির ছাব্বিশ চাকরি বাতিল মামলার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যেই আশংকার কালো মেঘ জমতে শুরু করেছে। ২০১৪ সালের টেটের (TET) পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৎকালীন শুনানিতে ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে গত ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ায় খানিকটা জটিলতা সৃষ্টি হয়। এদিন কোর্ট খুলতেই জানা গেল, প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আগামী শুক্রবার থেকে মামলা শুরু হবে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version