Sunday, August 24, 2025

ব্যর্থ ইস্টবেঙ্গলকে নিয়ে হতাশ অস্কার, বহু পরিবর্তনের ইঙ্গিতও দিলেন

Date:

সুপার কাপের শুরুতেই নিভেছে মশাল। কেরালা ব্লাস্টার্সের কাছে ২-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এমন একটা বিশ্রী মরসুম শেষ হওয়ার পরই একরাশ হতাশা ঝড়ে পড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) গলা থেকে। সেইসঙ্গে দলে যে পর্যাপ্ত রসদের অভাব, সেটাও এবার আর বলতে দ্বিধা করেননি ইস্টবেঙ্গলের কোচ। অর্থাৎ আসন্ন মরসুমে যে ইস্টবেঙ্গল(Eastbengal) শিবিরে বড়সড় পরিবর্তন দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। অন্তত তেমনই ইঙ্গিত যেন দিয়ে গেলেন অস্কার ব্রুজোঁ।

গতবার যে প্রতিযোগিতা ইস্টবেঙ্গল(Eastbengal) চ্যাম্পিয়ন হয়েছিল। সেই প্রতিযোগিতাতেই এবার প্রথম ম্যাচে হার। কেরালার বিরুদ্ধে হারের পর নিজেদের ব্যর্থতার কথাই বারবার শোবা গেল অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) মুখ থেকে। এদিনের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) ফুটবলাররা গোলের জন্য যে মরিয়া চেষ্টা দেখিয়েছে তা যেমন ইস্টবেঙ্গল দেখাতে পারেনি। তেমনই সেটপিস থেকে পজিশন, সব জায়গাতেই প্রতিপক্ষ শিবিরই এগিয়ে ছিল বলে সাফ জবাব অস্কারের।

ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে অস্কার জানিয়েছেন, “প্রথমেই বলি আমি অত্যন্ত হতাশ। এদিনের ফলাফল অত্যন্ত হতাশাজনক। এদিন ওদের থেকে সব জায়গাতেই পিছিয়ে ছিলাম। ওদেন যেমন গোলের খিদে ছিল। তেমনই সেটপিস থেকে পজিশন সব জায়গাতেই এগিয়ে ছিলেন কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা”।

পরের মরসুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন থেকেই কাজ কার্যত শুরু করে দিয়েছেন। পরেরবার যে দলে বহু পরিবর্তন আসতে চলেছে তাও অস্কারের(Oscar Bruzon) কথা থেকে স্পষ্ট। তিনি যেমনটা চেয়েছিলেন তেমন রসদ যে এবারের ইস্টবেঙ্গল শিবিরে ছিল না তা বলতেও দ্বিধা করেননি তিনি। এছাড়াও দলের সাফল্যের জন্য এখনও বহু জায়গায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তিনি।

সুপার কাপে ইস্টবেঙ্গলের হারের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় তুলেছেন সমর্থকরা। প্রিয় দলের এমন পারফরম্যান্স আর দেখতে পারছে না তারা। এবারের মতো ইস্টবেঙ্গলের দৌড় শেষ আসন্ন মরসুমে লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version