Wednesday, November 5, 2025

পহেলগাম হামলায় বাড়ছে মৃত্যু: ধর্মীয় আবেগ উসকে দিতে হামলা, প্রশ্ন তৃণমূলের

Date:

আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে কাশ্মীরে না কি শান্তি বিরাজ করছে। এই পরিস্থিতিতে অমরনাথ যাত্রার (Amarnath shrine) আড়াই মাস আগে বেছে বেছে তীর্থযাত্রীদের উপর হামলা। ঘটনায় রীতিমত ধর্মীয় উসকানির ইঙ্গিতও পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে এলাকা গরম করতে তড়িঘড়ি কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রথম থেকেই গুলি চলার ঘটনা, তা থেকে একাধিক মৃত্যু – যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সব সংবাদ মাধ্যমে তা থেকে কেন্দ্রের তথ্য লুকানোর সন্দেহ বাংলার শাসকদল তৃণমূলের। সেই সঙ্গে জঙ্গীদের অনুপ্রবেশে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। যেভাবে নির্দিষ্ট ধর্মের লোককে বেছে হামলা চালানো হয়েছে, তাতে ভয়ঙ্কর কোনও প্লটের আশঙ্কা করা হয়েছে বাংলার শাসকদল তৃণমূলের তরফে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) জানান, পহেলগামে (Pahalgam) মৃতের সঠিক সংখ্যা না জানা থাকায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যাই ২০ বা তার থেকেও বেশি হতে পারে। আহতের সংখ্যাও প্রায় ২০ জন। ঘটনায় তীব্র নিন্দা করে হামলাকে পাশবিক (animal) দাবি করেছেন ওমর। ঘটনার পরের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়েছে তাতে দেখা গিয়েছে আহত রক্তাক্ত পুরুষদের প্রাণভিক্ষা করছেন মহিলারা। পরিবারের মানুষ প্রাণে বেঁচে গেলেও পরিজনদের বাঁচানোর কাতর আর্তি পর্যটক মহিলাদের মধ্যে।

এই ভিডিওতেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচানোর আর্তি নিয়ে অপেক্ষা করা এক মহিলা জানাচ্ছেন, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তাঁর স্বামীর নাম জানতে চাওয়া হয়। যখনই হামলাকারীরা নিশ্চিত হয় ওই ব্যক্তি মুসলিম নয় তখনই তাঁর উপর গুলি চালানো হয়। আরও একাধিক মহিলা সেখানে নিজেদের স্বামীদের বাঁচানোর কাতর আর্তি জানাতে থাকেন। তবে এই হামলায় একেবারে নতুনভাবে আক্রান্তের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়, যেখানে নতুন প্লটের আশঙ্কা তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, জঙ্গিরা (terrorists) ঢুকে এসে করল, না কি অমরনাথ (Amarnath shrine) যাত্রীদের উপর হামলা দেখাবার জন্য করল, সেটা তদন্ত দরকার।

প্রশাসনিক তরফে কেন্দ্রের সরকারও কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত, আহত বা নিখোঁজ কেউ রয়েছে কিনা তা প্রকাশ করতে ব্যর্থ। তবে অন্যান্য অনেক লোকসভা নির্বাচনে যেভাবে কাশ্মীরকে হাতিয়া করে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করে মোদি সরকার, এখানেও সেই রকম আশঙ্কা রাজনীতিকদের। সামনে লোকসভা নির্বাচন না থাকলেও বাংলা, বিহারের বিধানসভা নির্বাচন (Assembly Election) যে কেন্দ্রের বিজেপির পাখির চোখ তা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে মোদির অনুগামীরা। সেক্ষেত্রে নতুন করে কাশ্মীর নিয়ে ধর্মীয় আবেগ উসকে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, জঙ্গিরাই হামলা করেছে, তারা কারা যারা হামলা করল, তদন্ত হওয়া দরকার। জঙ্গিরা (terrorists) এলোপাথাড়ি গুলি চালায়। নাম পরিচয়, ও অন্য পরিচয় জেনে এখানে গুলি চালাচ্ছে। নির্দিষ্টভাবে কোনও একটা ধর্মীয় আবেগ উসকে দেওয়ার প্লট আছে কি না, তদন্ত হওয়া দরকার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version