Saturday, November 8, 2025

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় অসুস্থ ব্যক্তি, হাসপাতালে পাঠানোর উদ্যোগ স্বয়ং মমতার

Date:

ফের মানবিকতার উদাহরণ স্থাপন মুখ্যমন্ত্রীর। মেদিনীপুরের সভা চলাকালীন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। চোখ এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষণ থামিয়ে জানতে চান কী হয়েছে? একজন অসুস্থ হয়েছেন শুনেই রেডি থাকা অ্যাম্বুল্যান্সে করে চটজলদি অসুস্থ ব্যক্তিকে স্বাস্থ্য শিবিরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে সভাও শেষ করে দেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আসলেই সকলের কাছের মানুষ। গুরুত্ব দেন মানুষের আবেগকে। তাই সভায় উপস্থিত এক ভাইয়ের অসুস্থ হওয়ার খবর শুনে প্রকৃত অভিভাবকের মতোই সিদ্ধান্ত নিলেন। আক্ষরিক অর্থেই হয়ে উঠলেন মমতাময়ী দিদি। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। সেই সঙ্গে একজন জনদরদী নেত্রীও। তাঁর নজর সর্বদিকেই। রাজ্যের একজন প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর কাছে জনসভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যেমন গুরুত্ব রয়েছে, তেমনিই জননেত্রী হিসেবে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোও তাঁর দায়িত্ব। সে কারণেই তো সভার ব্যস্ততার মাঝেও এক ব্যক্তির অসুস্থতা নজর এড়াল না তাঁর।

মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভায় এক ব্যক্তির অসুস্থতার কথা শুনেই বক্তব্য থামিয়ে অ্যাম্বুল্যান্সের (Ambulance) খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দেন, দ্রুত ডাক্তার ডাকতে এবং অসুস্থকে স্বাস্থ্যশিবিরে নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তির যাতে ঠিকমতো চিকিৎসা হয়, তার জন্য মঞ্চে দাঁড়িয়ে নিজে তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য রাখতে রাখতে হঠাৎ তিনি বলে ওঠেন, কী হল ওখানে? পড়ে গেছে? অসুস্থ হয়ে পড়ল নাকি? দেখুন দেখুন। আমাদের অ্যাম্বুল্যান্স রেডি আছে তো? নিয়ে যান। না হলে আমাদের হেল্থ ক্যাম্পে নিয়ে যান, ডাক্তার ডাকুন। এরপর খোঁজ নিয়ে জানা যায়, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। নিজের বক্তব্য থামিয়ে চিকিৎসার ব্যবস্থা হয়েছে কি না জানার জন্য অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি জানান, বোধহয় গরমে অসুস্থ হয়েছেন। ডিহাইড্রেশন হতে পারে। জল দিন। আসলে এসব জায়গায় ভীষণ গরম। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় গ্রীষ্মে খুব গরম পড়ে। সাবধানে থাকতে হয়।
আরও খবরকাশ্মীরে জঙ্গিহানা: পহেলগামে পর্যটকদের উপর গুলি, মোতায়েন সেনা

অসুস্থ ব্যক্তিকে দেখতে ভিড় জমে যাওয়ায় মুখ্যমন্ত্রী বলেন, এত ভিড় করবেন না, সরে দাঁড়ান। ওঁকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে যান, জল দিন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা ধাতস্থ হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। অসুস্থ ব্যক্তির নাম রাজু মণ্ডল। খড়কুসমার বাসিন্দা। তীব্র গরমে রাজুর অসুস্থতার পর সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version