পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয় জার্মান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। তার ঠিক পরদিনই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও একটি ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার।

এই নতুন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৮০ কোটি টাকা। যার মধ্যে ২০৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার এবং বাকি অর্থ ব্যয় করবে জার্মান অংশীদার সংস্থা। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, “পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তাই এই নতুন সৌর প্রকল্পে সম্মতি দেওয়া হয়েছে।”

এদিকে, আসন্ন ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওই হাই ভোল্টেজ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১০০-রও বেশি সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে অর্থ দফতর। মূলত যান নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে এই অতিরিক্ত জনবলের। উল্লেখ্য, এই দুই সিদ্ধান্তই রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন – বেলজিয়াম আদালতে খারিজ চোকসির জামিনের আবেদন

_

_

_

_

_

_

_
_