Sunday, November 2, 2025

পহেলগামে হামলায় মোদি সরকারকে তুলোধনা অভিষেকের, বিজেপির অপপ্রচারকে নিশানা

Date:

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পহেলগামে এখনও পর্যন্ত ২৬জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কলকাতার (Kolkata)এক বাসিন্দা রয়েছেন নিহতদের তালিকায়। এক ইজরায়েলের ও এক ইতালির বাসিন্দা রয়েছেন বলেও সূত্রের খবর। এই ঘটনার পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন,

“জম্মু ও কাশ্মীরে আজকের সন্ত্রাসী হামলা শুধুমাত্র দুর্ভাগ্যজনক এবং ভয়াবহই নয়, বরং এটি ভারত সরকারের জন্য একটি শিক্ষা।
এই সরকারই দাবি করেছিল যে নোট বাতিলের ফলে কালো টাকা এবং সন্ত্রাসবাদে অর্থের যোগান বন্ধ হবে এবং ৩৭০ ধারা বাতিলের ফলে এই অঞ্চলে স্থায়ী শান্তি আসবে। আজকের ঘটনা সেইসব মিথ্যা প্রতিশ্রুতি ও অপপ্রচারকে ভুল প্রমাণের জ্বলন্ত উদাহরণ।
এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই শোকের সময়ে ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন, সেই প্রার্থনা করি। আহত সকলের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি।”

হামলার কয়েক ঘণ্টা পরেই এর দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামে অখ্যাত একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে ৮৫ হাজার বহিরাগত এসে ঘাঁটি গেড়েছে। এর ফলে কাশ্মীরের জনসংখ্যার বিরাট পরিবর্তন এসেছে। ক্রমশ এই হামলা যারা বেআইনিভাবে আস্তানা গেড়েছে তাদের উপর যাবে। কাশ্মীর প্রশাসন দাবি করেছে গত দুবছরে গোটা জম্মু ও কাশ্মীরে অধিবাসী হয়েছেন ৮৪ হাজার বহিরাগত।

 

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version