Sunday, November 2, 2025

রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad) ছিটকে যাওয়ার পর এমএস ধোনির(MS Dhoni) হাতে উঠেছে চেন্নাই সুপার কিংসের(CSK) নেতৃত্বের দায়িত্ব। কিন্তু দলের হাল এখনও পর্যন্ত ফেরেনি। এবার সিএসকের(CSK) সিইও মেনে নিচ্ছে যে চেন্নাই সুপার কিংস চলতি মরসুমে একেবারেই ভাল পারফর্ম্যান্স করতে পারছে না। যদিও তাতে ভেঙে পড়ছেন না তিনি। ধোনির হাত ধরে চেন্নাই সুপাক কিংস ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন(Kashi Viswanathan)।

এবারের আইপিএলে(IPL) শুরুটা জয় দিয়ে করেছিল চেন্নাই সুপার কিংস(CSK)। কিন্তু এরপরই ছন্দ পতন। একটানা পাঁচ ম্যাচ হারে। এর আগে আইপিএলের কোনও মরসুমেই এমনটা হতে দেখা যায়নি চেন্নাই সুপার কিংসের সঙ্গে। কিন্তু এবার সেটাই হতে দেখা গেছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে।

এরপরই থেকেই চেন্নাই সুপার কিংসকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত মুখ খুললেন সিএসকের সিইও। চেন্নাই সুপার কিংস যে একেবারেই ভাল খেলতে পারছে না তা মেনে নিচ্ছেন তিনি। তবে ধোনির হাত ধরে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন কাশি বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, “আমরা জানি এই মুহূর্তে আমরা একেবারেই ভাল খেলতে পারছি না। তবে আমরা আশাবাদী আগামী ম্যাচগুলোতে আমরা ঠিকই ঘুরে দাঁড়াতে পারব। থালার মতো কারোর হাতে যখন নেতৃত্ব থাকে, সেই সময় ফর্মে ফেরাটা শুধুই সময়ের অপেক্ষা”।

এবারের আইপিএলের মাঝপথেই ধোনির(MS Dhoni) হাতে ওঠে নেতৃত্বের ব্যাটন। ধোনি অধিনায়ক হওয়ার পর এখন পর্যন্ত একটা ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। এতদিন না বললেও, এবার কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টও দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে শুরু করেছে। ক্রিকেট মহলে জোর চর্চা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version