চাঞ্চল্যকর তথ্য দিল NIA, মুন্দ্রা বন্দর থেকে পাচার হওয়া ড্রাগেই পহেলগাঁও হামলার অর্থ জোগান! 

দেশজুড়ে চাঞ্চল্য ছড়াল জাতীয় তদন্ত সংস্থা এনআইএর (NIA) এক ভয়াবহ তথ্যে। সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে এনআইএ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের মুন্দ্রা বন্দর হয়ে ভারতে পাচার হওয়া প্রায় ২১ হাজার কোটি টাকার বেআইনি ড্রাগের অর্থ ব্যবহার করা হয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাস হামলায়।

লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠী এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মিলে একটি সুপরিকল্পিত ‘নারকো-টেররিজম’ চক্র গড়ে তোলে। এই চক্রের উদ্দেশ্য ছিল ভারতীয় যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেশকে অস্থির করে তোলা এবং সেই মাদক পাচার থেকেই সন্ত্রাসবাদে অর্থ জোগান।

বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চের সামনে এনআইএ জানায়, আফগানিস্তান ও ইরান থেকে ৩ হাজার কেজি মাদক ট্যালকম পাউডারের আড়ালে আমদানি করা হয় এবং তা দিল্লির দুটি গুদামে মজুত রাখা হয়।

লক্ষণীয়, এই মুন্দ্রা বন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠী, যার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বারবার রাজনৈতিক বিতর্কে উঠে এসেছে। তদন্তে উঠে এসেছে এই বন্দরের নজরদারি ব্যবস্থার ফাঁক গুলি কীভাবে আন্তর্জাতিক মাদক ও সন্ত্রাসবাদী চক্রের সুবিধা করে দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বন্দরের নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ পর্যালোচনার দাবি তুলেছে একাধিক মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন।

আরও পড়ুন – পাকিস্তানে আটক জওয়ান পূর্ণম কুমার! উৎকণ্ঠায় রিষড়া, অপেক্ষা সুস্থ ফেরার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_