Tuesday, November 11, 2025

লিভ ইন পার্টনারকে হেনস্থার প্রতিবাদ করে খুন প্রেমিক! ধৃত ৩

Date:

লিভ ইন পার্টনারকে(Live In Partner) হেনস্থা করার প্রতিবাদে খুন হতে হল প্রেমিককে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের গৌরাঙ্গ নগরে। ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ টাউনের(New Town) গৌরাঙ্গনগর একলায় প্রেমিকার সঙ্গেই দেড় বছর ধরে ভাড়া থাকতেন আইটি কর্মী(IT) সংকেত চট্টোপাধ্যায়(Sanket Chatterjee)। বুধবার রাতে সংকেত ও তাঁর প্রেমিকার মধ্যে মনোমালিন্য হয়। তার জেরে রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রেমিকা। সেই সময় রাস্তায় থাকা একদল দুষ্কৃতী ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। সেসময় তরুণী ফোন করে সাহায্যের জন্য প্রেমিককে ডাকেন। ঘটনাস্থলে সংকেত গেলে দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তাঁর উপরে চড়াও হয়। বেধড়ক মারধর শুরু করে। প্রচণ্ড রক্তপাত শুরু হলে রাস্তার মাঝেই যুবককে ফেলে পালায় দুষ্কৃতীরা। যুবককে বাঁচাতে তরুণী আপ্রাণ চিৎকার করতে থাকেন, কিন্তু স্থানীয়রা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকী এলাকার এক ডাক্তারের কাছে গিয়ে কাকুতি-মিনতি করেন ওই তরুণী। কিন্তু কোনও ফল হয়নি বলে দাবি তরুণীর। দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে এনআরএস(NRS) হাসপাতালে রেফার করা হলে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার দুপুরে সেখানেই সংকেত মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তপাতের কারণেই সংকেতের মৃত্যু হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...
Exit mobile version