Thursday, August 21, 2025

মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

Date:

আইডব্লুএলে(IWL) মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাবকে ৫০ লক্ষ টারা উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে মশাল সিনেমার উদ্বোধনের অনুষ্ঠানে এসে ইস্টবেঙ্গলের সভাপতি ও শীর্ষকর্তা দেবব্রত সরকারের হাতে ৫০ লক্ষ(50 Lacs) টাকার উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মহিলা ফুটবল দলের এই সাফল্যে হার্দিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের সাফল্যের রাস্তায় এগিয়ে যাওয়া নিয়েও আশাবাদী তিনি।

এদিনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী(Chief Minister) মহিলা ফুটবল দলের সদস্য সহ কোচকেও অনেক কৃতিত্ব দেন। কয়েকদিন আগেই বাংলার প্রথম দল হিসাবে আইডব্লুএল(IWL) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। সেই ট্রফিই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতে তুলে দিলেন সুইটি দেবীরা। আবার মহিলা ফুটবলারদের হাতে বিশেষ ট্রফি তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রীও। মহিলা ফুটবল দলের এই সাফল্যে তিনি উচ্ছ্বসিত। এএফসিতেও(AFC) তারা সফল হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই মহিলা দল ইস্টবেঙ্গলকে সম্মান এনে দিয়েছে। কোচকে আমার বিশেষ ধন্যবাদ। মেয়েদের দলকে অনেক অভিনন্দন রয়েছে। মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যপারে আশাবাদী। ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ সহ মহিলা ফুটবলারদের এমন সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা”।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং শুভেচ্ছা বার্তা পেয়ে ইস্টবেঙ্গল(Eastbengal) মহিলা ফুটবলাররাও উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। সেই মঞ্চ থেকেই এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লাল-হলুদ ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়া(Murarilal Lohia)।

তিনি বলেন, “কিছু হলেই আমরা দিদিকে জানাই। তিনি সবসময়ই আমাদের সাহায্যে করেন। আপনি কন্যাশ্রী কাপ করেছেন। আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি আইডব্লুএল”।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version