প্রতিবাদের পাল্টা খুনের হুমকি গৌতম গম্ভীরকে(Gautam Gambhir)। পহেলগামে(Pahalgam) জঙ্গিদের ভয়ংকর আক্রমণ। নিরীহ পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি। তারই প্রতিবাদের সরব হয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সমবেদনা জানানোর পাশাপাশি পাল্টা জবাবের কথা শোনা গিয়েছিল গম্ভীরের মুখ থেকে।

সেই প্রতিবাদের জন্যই এবার গৌতম গম্ভীরকে খুনের হুমকি ISIS কাশ্মীর জঙ্গি গোষ্ঠীর। এটা দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহল হৈচৈ শুরু হয়ে গেছে। যদিও এই প্রসঙ্গে গৌতম গম্ভীর এর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
ইতোমধ্যে বিসিসিআইও পাকিস্তানের বিরুদ্ধে বেশকিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কাশ্মীরের এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিলেন ভারতের বিভিন্ন জগতের ক্রীড়াবিদরা। সেখানেই জঙ্গিদের নিশানায় এবার গম্ভীর ।


ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে এফআইআর করেছেন গৌতম গম্ভীর। বিশেষকরে তার পরিবারের সুরক্ষার আর্জি জানিয়েছেন তিনি। সেই মতো ব্যবস্থাও নেয়া হচ্ছে।

এর আগেও এমন ঘটনায় বারবার প্রতিবাদ করেছেন গম্ভীর। এবার তাকে খুনের হুমকি, রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট মহলে।


–

–

–

–

–

–

–
