ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে না বিসিসিআই-এর

পহেলগামে(Pahalgam) ভয়াবহ ঘটনা। জঙ্গীদের নির্বিচারে গুলি চালানোতে নিহত সাধারণ পর্যটকরা। তাতেই ফুঁসছে গোটা দেশবাসী। এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া মনোভাব দেখাল বিসিসিআই(BCCI)। পাকিস্তানের সঙ্গে এখন তো বটেই, আগামী দিনেও আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিল বিসিসিআই। একটি সংস্থায় গিয়ে তেমনটাই জানিয়েছেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই।

২০১২-১৩ সালে শেষবার ভারত এবং পাকিস্তানের(INDIAvsPAKISTAN) মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ভারত শেষবার পাকিস্তানে গিয়েছিল ২০০৮ সালে। এরপর থেকে আর ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল। তারা নিরপেক্ষ ভেন্যুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেছিল।

কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেটারদের তরফ থেকে বারবার দ্বিপাক্ষিক শিরিজ শুরুর করার কথা শোনাযাচ্ছিল। কিন্তু সুদূর ভবিষ্যতেও যে আর সেটা সম্ভব নয়, তা রাজীব শুক্লার(Rajiv Shukla) কথা থেকেই স্পষ্ট।

তিনি একটি সংস্থায় জানিয়েছেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের সমবেদনা জানাই। আমাদের সরকার যা বলবে আমরা সেটাই করব। পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। কারণ অমাদের সরকারের সেটাই নির্দেশ। এমনকী ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে যখন আইসিসির ইভেন্ট আসবে, তখন তো সবটাই আইসিসির নিয়ম অনুযায়ী। তবে আইসিসির সমস্ত ব্যাপারটাই জানে”।

আইসিসি(ICC) প্রতিযোগিতা ছাড়া পাকিস্তানের সঙ্গে সেভাবে আর সাক্ষাত হয় না ভারতের। এবার পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর কার্যত সেই সম্ভাবনা আরও শেষ হয়ে গেল বলাই যায়।