Sunday, November 2, 2025

জিও ফাইবার শুভেন্দুর ভাষায় ‘ন্যানো বিম’! বারুইপুরের জঙ্গি-গুজব নস্যাৎ করলেন SP, কটাক্ষ দেবাংশুর

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) টুইট ও পরে সাংবাদিকদের সামনে মন্তব্য যে নিতান্তই ভিত্তিহীন অপপ্রচার! প্রমাণ মিলল বারুইপুর পুলিশ (Police) জেলার সুপার পলাশচন্দ্র ঢালির (Palash Chandra Dhali) কথায়। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) আইটি দলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

বৃহস্পতিবার বিরোধী দলনেতা (Shubhendu Adhikari) সমাজমাধ্যমে একটি ছবি দিয়ে দাবি করেন, বারুইপুরে দুজন কাশ্মীরি যুবক জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন। তাঁরা বারুইপুরের এক আবাসনের ছাদে বিশেষ এন্টেনা বসিয়ে নেটওয়ার্ক ‘ন্যানো বিম’ বানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে, এর কিছুক্ষণ পরেই এই দাবি নস্যাৎ করে দেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ ঢালি। সাংবাদিক বৈঠক করে জানান, যাঁদের কথা বলে হয়েছে, তাঁরা প্রথমত কাশ্মীরি নন, তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে তাঁদের মধ্যে কোনও সন্দেহজনক বিষয়ের প্রমাণ মেলেনি। তাঁরা ব্যবসার কাজে কয়েকদিন ধরে বারুইপুরে এসে রয়েছেন। বাড়ির ছাদে বসানো এন্টেনা ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের জন্য যে অ্যান্টোনা বসানো হয়েছে সেটা জিও ফাইবার। এদের একজনের নাম শিবা অপরজনের নাম রেবা। এক বছর আগে এরা কলকাতায় আসে। এদের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ব্যবসার কাজে কলকাতায় আসেন। এপ্রিল ২০২৫-এ একটি দুই কামরার অ্যাপার্টমেন্ট ভাড়া নেন বারুইপুরে। তাঁরা বিষ্ণুপুরে ব্লকে একটি নয় একর জায়গা কেনেন মাছ চাষ করার জন্য। এই ব্যবসার কারণেই বারুইপুরের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। জঙ্গির গুজব না ছড়ানোর জন্যে আবেদনও করছেন পুলিশ সুপার।
আরও খবরশুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’! গুলিয়ে লাট: তীব্র খোঁচা কুণালের

এদিকে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি দলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, “পুরো তার কেটে গেছে লোকটার! ওকে নাকি কে খবর দিয়েছে যে দুজন কাশ্মীরের লোক বারুইপুরের এই ঠিকানায় থাকছে। তারা নাকি ন্যানো বিম ইন্সটল করেছে!! প্রথমত কাশ্মীর ভারতের অংশ। একজন কাশ্মীরি দেশের অন্য কোনো প্রান্তে থাকা কোনো অপরাধ নয়। বরং যারা এটাতে নাক উঁচু করছেন তারা পাকিস্তানের দাবিকেই মান্যতা দিচ্ছেন… যাই হোক…  আসল কথায় ফিরি…
ন্যানো বিম কী? ন্যানো বিম হল এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে অনেক দূরে পয়েন্ট টু পয়েন্ট কন্টাক্ট এস্ট্যাবলিশ করা যায় কোন নেটওয়ার্ক প্রোভাইডার ছাড়াই। এগুলো সাধারণত অপরাধীরা ব্যবহার করে থাকে, নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। কিন্তু শুভেন্দু বাবু এটা কিসের ছবি দিয়েছে জানেন? হাসবেন না বলুন? ন্যানো বিম বলে যেটার ছবি দিয়েছে ওটা জিও ফাইবার প্লাসের ইন্টারনেট রিসিভার” সব শেষ ৩টি হাসির ইমোজিও দিয়েছেন দেবাংশু।

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version