আবার আত্মহত্যার চেষ্টা! রাত বাড়তে বিপাকে মেট্রো যাত্রীরা

মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (MG Road station) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) করেন

প্রতীকী ছবি

গত বেশ কয়েকদিন ধরে সিগনাল বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায়। প্রতিদিন সকালে আপ ও ডাউন লাইনে বিঘ্নিত পরিষেবা। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) শুক্রবার বেশি রাতে। তবে এবার আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ডাউন লাইনে রাত সাড়ে নটার পর থেকে ব্যহত পরিষেবা।

শুক্রবার রাত সাড়ে নটার পরে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (MG Road station) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) করেন এক প্রৌঢ়। চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত স্টেশন মাস্টারের কাছ খবর দিয়ে বন্ধ করা হয় লাইনের বিদ্যুৎ সংযোগ।

তবে লাইনের মধ্যে ঢুকে থাকা ব্যক্তিকে উদ্ধার করে বের করে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এর আগে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির সব যাত্রীকে বের করে দেওয়া হয়। অত রাতে অফিস ফিরতি যাত্রীরা মেট্রোর পরিষেবা না পেয়ে চরম বিপাকে পড়েন। ডাউন লাইনে এরপর আংশিক পরিষেবা শুরু হয়। সাড়ে দশটার পরও দুর্ভোগের শিকার মেট্রো যাত্রীরা।