শিশু ও নারীদের নিরাপত্তা থেকে পরিষেবায় বাংলাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদি সরকার। অন্যান্য রাজ্যগুলিতে যেসব বিষয় নিতান্ত অবহেলার সঙ্গে দেখা হয়, বাংলাতেই সেই সব ক্ষেত্রে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার অঙ্গনওয়াড়ির (anganwadi) পরিকাঠামো বাড়াতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি (anganwadi) কেন্দ্র পরিচালনার জন্য নেওয়া ভাড়া বাড়িগুলির মাসিক ভাড়া (rent) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট দফতরের তরফ জানানো হয়েছে, গ্রামীণ বা আদিবাসী এলাকায় প্রতিমাসে সর্বোচ্চ দু’হাজার টাকা, শহুরে এলাকার জন্য ছ’হাজার টাকা এবং মেট্রোপলিটন অঞ্চলে আট হাজার টাকা ভাড়া দেওয়া হবে এখন থেকে। এই ভাড়া ঠিক করার আগে বেশ কয়েকটি বিষয় দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন পানীয় জলের ব্যবস্থা, ব্যবহারযোগ্য শৌচালয় আছে কি না, রান্নাঘর, বিদ্যুৎ পরিষেবা, খাদ্যসামগ্রী রাখার জায়গা প্রভৃতি সেখানে থাকতে হবে।
রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi centre) নিজস্ব বিল্ডিং নেই। সেগুলি ভাড়া করা জায়গায়তেই চলে। এতদিন কোথাও প্রতিমাসে ২০০ টাকা, কোথাও ৫০০ অথবা ৭৫০ টাকা ভাড়া (rent) দেওয়া হতো। এত কম টাকায় অনেকেই রাজি হতেন না। তখন তাঁদের বুঝিয়ে সুঝিয়েই অঙ্গনওয়াড়ি ক্লাস করানো হয়েছে। এজন্য বহু জায়গায় ন্যূনতম পরিকাঠামো থেকে বঞ্চিত হয় খুদে পড়ুয়ারা। বিদ্যুৎ, শৌচালয় বা পানীয় জল ব্যবহার করতে দেওয়া হয় না। একের পর এক অভিযোগ আসার পরে নতুনভাবে এগোনোর পরিকল্পনা রাজ্যের।
–
–
–
–
–
–
–
–
