Thursday, August 21, 2025

চোট সারিয়ে দুরন্ত কামব্যাক ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। প্রথম ম্যাচেই তুলে নিলেন রোহিত শর্মার(Rohit Sharma) উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) বিরুদ্ধে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন এই তরুণ পেসার। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ময়াঙ্ক যাদব। আইপিএলেও শুরুর দিকে খেলতে পারেননি তিনি। লখনউ সুপার জায়ান্টে(LSG) তাঁর না থাকার অভাবটাও বেশ ভালভাবেই বোঝা যাচ্ছিল। অবশেষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরেছেন তিনি। সেখানেই কামব্যাকটা বেশ ভালোভাবেই হল।

চোটের জন্য প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। কয়েকদিন আগে লখনউ শিবিরে যোগ দিলেও তিনি মাঠে নামছিলেন না। রবিবারই সেটা হল। মাঠে নামলেন ময়াঙ্ক যাদব এবং সেখানেই তুলে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা উইকেট রোহিত শর্মাকে(Rohit Sharma)। গত দুই ম্যাচেই বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। এই ম্যাচেও বড় রানের পথেই এগোচ্ছিলেন হিটম্যান।

ময়াঙ্ক যাদবকেও(Mayank Yadav) প্রথম দুই বলেই ওভার বাউন্ডারি হাঁকান তিনি। সেই সময়ই ময়াঙ্কের একটা অসাধারণ স্লোয়ার। রোহিত শর্মাও হয়ত সেটা বুঝতে পারেননি। আর সেই পাতা ফাঁদেই সাজঘরে ফিরতে হয় হিটম্যানকে। চোট সারিয়ে ফিরে প্রথম উইকেট রোহিত শর্মার তুলে নিয়েও উচ্ছ্বসিত ছিলেন এই ময়াঙ্কও।

এদিন রোহিত ছাড়াও আরও একটা উইকেট নেন ময়াঙ্ক যাদব। হার্দিক পান্ডিয়াকেও(Hardik Pandya) সাজঘরে পাঠান এই তরুণ পেসারই। আইপিএলে তাঁর পেসের পরিচয় এবার সকলেই পেয়েছেন। চোট সারিয়ে সবে ফিরেছেন। সেই ধারা যে এবারও ময়াঙ্ক যাদব ধরে রাখবেন সেই ব্যাপারেই আশাবাদী সকলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version