Sunday, August 24, 2025

পহেলগাঁওয়ে মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? বিস্তারিত জানতে নিহত বিতান অধিকারীর বাড়িতে এনআইএ

Date:

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে রিসর্টে ঘটা ভয়াবহ জঙ্গি হামলার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। পুলওয়ামার পর এটিই জম্মু-কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি আক্রমণ। হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, যাঁদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। জানা গেছে, হামলাকারীদের অধিকাংশই বিদেশি নাগরিক।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলার আগে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে রিসর্টে ঢোকে এবং ধর্মীয় পরিচয় যাচাই করে নিশানা করে অমুসলিমদের। আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। অন্তত ৪০ রাউন্ড গুলিচালনার খবর মিলেছে স্থানীয় সূত্রে। হামলার মুহূর্তে রিসর্টে থাকা পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

এনআইএ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। শনিবার কলকাতায় এসে বেহালার মৃত সমীর গুহর বাড়িতে যান তদন্তকারীরা এবং প্রায় চার ঘণ্টা ধরে তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন। রবিবার পুরুলিয়ার বৈষ্ণবঘাটা এলাকায়, নিহত বিতান অধিকারীর বাড়িতেও যান এনআইএ-র আধিকারিকরা। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? কত জন জঙ্গি রিসর্টে ঢুকেছিল? গুলি চালানোর আগে কী বলেছিল তারা? এ সব প্রশ্নের উত্তর জানতেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে এনআইএ। সম্ভবত আগামীকাল পুরুলিয়ার আরেক শহীদ মণীশরঞ্জন মিশ্রর পরিবারকেও সাক্ষাৎকার নেবে তদন্তকারী দল।

কাশ্মীরের শান্ত পরিবেশে এমন ভয়ানক হামলা নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই এলাকাজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – যত বিক্রম ভারতে! জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেশবাসীকে নাচানোয় কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version