Wednesday, August 20, 2025

বীরভূমের পাথর শিল্পাঞ্চলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে পাথর ব্যবসায়ী (stone merchant) সুদীপ বাস্কেরে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর টাকার ব্যাগও ছিনতাই করা হয় বলে দাবি স্থানীয়দের। দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Medical College and Hospital) ভর্তি করা হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবারই পাথর ব্যবসায়ীদের সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই সঙ্গে ছিল শ্রমিকদের টাকা মেটানোর কথা। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

রামপুরহাটের শালবাদরা পাথর খাদান এলাকায় রবিবার সকালে পাথর ব্যবসায়ীদের সংগঠনের বৈঠক চলছিল। সেই সময় বাইরে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন পাথর ব্যবসায়ী (stone merchant) সুদীপ বাস্কে। আচমকাই সেখানে তিনটি বাইকে চেপে দুষ্কৃতীরা আসে। প্রথমে শূন্যে গুলি চালায় তারা। তারপরই সুদীপকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় সুদীপ বাস্কের। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে তিনটি বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে শুধুমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা কিনা তদন্ত করছে রামপুরহাট পুলিশ। রবিবার খাদানের (stone quarry) শ্রমিকদের বেতনের টাকা দেওয়ার কথা ছিল। সুদীপ বাস্কে সেই উদ্দেশ্যে সকালেই এসেছিলেন খাদান এলাকায়। তারই মধ্যে হামলায় তাঁর বুকে গুলি লাগে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version