Thursday, August 21, 2025

দেশের মধ্যে একমাত্র জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করত সিপিআইএম। ছাত্র সংগঠন SFI-কে সামনে রেখে নিজেদের ক্ষমতা প্রদর্শনের আস্ফালন ছিল তাদের। এবার বাংলার মতো JNU-তেও শূন্য হল SFI। আর এরই মাঝে এক দশক পরে সেখানে ছাত্র সংগঠনের ভোটে খাতা খুলল ABVP।

২৫ এপ্রিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়। এ বছর ৭৯০৬ জন ভোটারের মধ্যে কমপক্ষে ৫৫০০ জন ভোট দিয়েছেন। রবিবার ভোটগণনা হয়। সোমবার ফল প্রকাশ হয়। আর তাতেই দেখা যায় এবারের ছাত্র সংসদে ধরাশায়ী এসএফআই। তাদের জায়গা দখল করে নিয়েছে আইশা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-র নীতীশ কুমার ১৭০২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। ওই পদে এবিভিপি শিখা স্বরাজ পান ১৪৩০ ভোট। তৃতীয় স্থানে থাকা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-সমর্থিত তৈয়বা আহমেদ ৯১৮ ভোট পেয়েছেন। একসময় এই পদে ছিলেন বাম নেত্রী ঐশী ঘোষ। ১১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। সাধারণ সম্পাদক পদেও জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা।

এবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে নিজেদের ক্ষমতা জাহির করতে বাম জুটে ভাঙন ধরায় এসএফআই। AISA ও DSF একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও, SFI এবং AISF BAPSA এবং PSA এর সঙ্গে আলাদা জোট গঠন করে। আর তাদের যে পায়ের তলায় মাটি নেই সেটা ভোটের ফল বেরোতেই স্পষ্ট হয়ে যায়। AISA ও DSF নিজেদের জায়গা ধরে রাখলেও শূন্য হয়ে যায় SFI।

বামেদের এই ভোট ভাগাভাগীর ফায়দা তোলে এবিভিপি। AISA-র প্রার্থী নরেশ মিনাকে পরাজিত করে যুগ্ম সম্পাদক পদ জেতেন গেরুয়া শিবিরের বৈভব মিনা। শূন্য থেকে একটি পদে জয়ের পরেই JNU ক্যাম্পাসে পরিবর্তনের ডাক দিয়েছেন বৈভব। এই পরিবর্তন কি বিপদের ইঙ্গিত! এই গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই ক্যম্পাসে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version