জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন কখন? দিঘায় পৌঁছেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সৈকতনগরী দিঘায়(Digha) জগন্নাথধামের(Jagannath Mandir) উদ্বোধন নিয়ে সাজো সাজে রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন দিঘায়। অক্ষয়তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। কিন্তু ওইদিন কখন হবে দ্বারোদঘাটন? দিঘায় নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সেই মহেন্দ্রক্ষণ।

মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার দিঘার জগন্নাথধামে হবে মহাযজ্ঞ। অক্ষয়তৃতীয়ার দিন বুধবার জগন্নাথদেবের বিগ্রহ প্রতিস্থাপন হবে। ওইদিন দুপুর আড়াইটে-তিনটে নাগাদ হবে দ্বারোদঘাটন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে তারপর। পুরীর নিয়ম মেনে দিঘায় মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে।

সেইমতো রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার প্রাক আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। মূল মন্দিরের সামনে হোমযজ্ঞের জন্য তৈরি হয়েছে অস্থায়ী আটচালা। সেখানে দু’বেলা চলছে পুজো-পাঠ এবং হোমযজ্ঞ। এই পুজো-পাঠ ও হোমযজ্ঞে নিয়োজিত রয়েছন পুরীর মন্দিরের ৫৭ জন জগন্নাথদেব-সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘিয়ের আহুতি দেওয়া হবে এই মহাযজ্ঞে। তারপর বুধবার হবে উদ্বোধন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কখন কী অনুষ্ঠান হবে।