Sunday, November 9, 2025

বিকেলেও জগন্নাথ মন্দির পরিদর্শন মুখ্যমন্ত্রীর, বাজল মমতার লেখা গান

Date:

দিঘায় তৈরি জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। মঙ্গলবার দিনভর হবে যজ্ঞ। সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে পুরোহিতদের সঙ্গে কথা বলে বিকেলে ফের প্রস্তুতি খতিয়ে দেখতে নবনির্মিত মন্দির চত্বরে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্যরা। সৈকত শহরে ভিড় সামলে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর জেলা প্রশাসনও।

মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন উপলক্ষ্যে ‘নয়নপথগামী জয় জগন্নাথ স্বামী’ গান লিখেছেন ও সুর দিয়েছেন। গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন করার সময় সেখানে মুখ্যমন্ত্রীর নিজের লেখা ওই গানটি বাজে। উদ্বোধনের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর দেওয়া এই গানটি বাজবে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলার পুণ্যভূমিতে জগন্নাথদেবের আহ্বানে শুরু হয়েছে যজ্ঞ ও মঙ্গলারতি। মঙ্গলবার মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন”।

মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে। পুরীর মন্দিরের প্রতিনিধিদের পাশাপাশি ইসকনের সদস্যরাও এদিনের অনুষ্ঠানে অংশ নেবেন। পুরো যজ্ঞপর্বে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এরপরে বুধবার অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী জানান, ”ভারত তথা বিশ্বের বহু জগন্নাথদেবের ভক্তের আগমন হবে এই বাংলায়। তাঁদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং আহারের যাতে কোনোরূপ অসুবিধে না হয় সেদিকে নজর দিতে পরামর্শ দিলাম”। পরিবহণ ব্যবস্থা সচল রাখতে আধিকারিকদের বিশেষ নির্দেশ দেন প্রশাসনিক প্রধান।
আরও খবরআধ্যাত্মিকতা ও সম্প্রীতির মিশেল: দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে পৌঁছে বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version